Gill Run Out: শুবমন গিলকে রান আউট, ফের নজর কাড়লেন ঋষি ধবন
IPL 2022 Special: পাঁচ মরসুম পর আইপিএল-এ প্রত্যাবর্তন ঘটিয়ে সেফটি শিল্ডের পাশাপাশি পারফরম্যান্সের মাধ্যমেও নজর কেড়ে নিচ্ছেন পাঞ্জাব কিংসের পেসার ঋষি ধবন। আজও ভাল পারফরম্যান্স দেখালেন তিনি।
নভি মুম্বই: নাকে অস্ত্রোপচারের পর চোট এড়াতে সেফটি শিল্ড পরে খেলতে নেমে আগেই নজর কেড়েছিলেন, এবার পারফরম্যান্সের মাধ্যমেও চমক দিচ্ছেন পাঞ্জাব কিংসের (Punjab Kings) ডানহাতি পেসার ঋষি ধবন (Rishi Dhawan)। আজ গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধেও নজর কেড়ে নিচ্ছেন তিনি। ম্যাচের শুরুতেই গুজরাতের ওপেনার শুবমন গিলকে (Shubman Gill) রান আউট করে দেন ঋষি। তাঁর সরাসরি থ্রো নজর কেড়ে নেয়।
আজ ঋদ্ধিমান সাহার সঙ্গে ওপেন করতে নামেন শুবমন। তিনি শুরুটা ভালই করেন। কিন্তু ৬ বলে ৯ রান করার পরেই রান আউট হয়ে যান। তাঁর ইনিংসে ছিল দু’টি বাউন্ডারি।
নজর কাড়লেন ঋষি ধবন
তৃতীয় ওভারে সন্দীপ শর্মার প্রথম বলে দ্রুত রান নেওয়ার চেষ্টা করেন শুবমন। কিন্তু তিনি ক্রিজে পৌঁছনোর আগেই ঋষির থ্রো উইকেট ভেঙে দেয়। ছোটার সময় সন্দীপের সঙ্গে ধাক্কা লাগে শুবমনের। আউট হয়ে যাওয়ার পর তিনি অসন্তোষ প্রকাশ করেন। মাঠের বাইরে যাওয়ার সময় সন্দীপের সঙ্গে কথাও বলেন শুবমন।
শুরুতে বিপক্ষের ওপেনারকে রান আউট করার পর বোলিং করতে এসেও ভাল পারফরম্যান্স দেখান ঋষি। তিনি ফিরিয়ে দেন গুজরাতের অধিনায়ক হার্দিক পাণ্ড্যকে (১)। শেষপর্যন্ত ৪ ওভার বোলিং করে ২৬ রান দিয়ে ১ উইকেট নেন ঋষি।
এবারের আইপিএল-এর নিলামে ৫৫ লক্ষ টাকা দিয়ে ঋষিকে দলে নেয় পাঞ্জাব কিংস। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে হিমাচল প্রদেশের এই অলরাউন্ডারের পারফরম্যান্স দুর্দান্ত। তাঁর দল গত মরসুমে বিজয় হাজারে ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে। এই পারফরম্যান্সের সুবাদেই এবার আইপিএল-এ খেলার সুযোগ পেয়েছেন ঋষি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে তাঁর প্রত্যাবর্তন হয়। সেই ম্যাচে তিনি ভাল পারফরম্যান্স দেখান। মহেন্দ্র সিংহ ধোনি ও শিবম দুবের উইকেট নেন তিনি। আজও নজর কেড়ে নিলেন তিনি। তাঁর দলও ভাল জায়গায়। শুরু থেকেই কোণঠাসা গুজরাত।