RCB vs RR, 1 Innings Highlight: শেষবেলায় পরাগের ব্যাটে ঝড়, লড়াই করার মতো রান তুলল রাজস্থান
IPL 2022, RCB vs RR: পুণের গাহুঞ্জেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার মাঠে সঞ্জু স্যামসনদের মাত্র ১৪৪ রানে আটকে রাখলেন মহম্মদ সিরাজ-ওয়ানিন্দু হাসারাঙ্গারা।
পুণে: আইপিএলে (IPL) আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে মাত্র ৬৮ রানে অল আউট হওয়ার দুঃসহ অভিজ্ঞতা ছিল। সেই তিক্ত স্মৃতি ভুলতে ঠিক যেরকম দরকার, মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RR vs RCB) শুরুটা ঠিক সেরকমই হল। পুণের গাহুঞ্জেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার মাঠে সঞ্জু স্যামসনদের মাত্র ১৪৪ রানে আটকে রাখলেন মহম্মদ সিরাজ-ওয়ানিন্দু হাসারাঙ্গারা। নির্ধারিত ২০ ওভারে রাজস্থান তুলল ১৪৪/৮।
শুরুতে ফিল্ডিং
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। চলতি আইপিএলে কার্যত ম্য়াচ জেতার ফর্মুলাই হয়ে দাঁড়িয়েছে, টস জেতো, বিপক্ষকে আগে ব্যাট করতে পাঠাও। তারপর রান তাড়া করো। এবারের আইপিএলের গ্রুপ পর্বের খেলা হচ্ছে মহারাষ্ট্রের দুই শহর মুম্বই ও পুণেতে। সন্ধের পর থেকে শিশির পড়ছে। তাই পরের দিকে বল গ্রিপ করতে সমস্যায় পড়ছেন বোলাররা। সব অধিনায়কই তাই চাইছেন শুরুতে ফিল্ডিং করে নিতে। এবং রান তাড়া করতে নেমে প্রতিপক্ষ বোলারদের শিশির সমস্যার ফায়দা তুলতে। ডুপ্লেসিও যে নিয়মের ব্যতিক্রম হতে দেননি।
শেষ লগ্নে পরাগ ঝড়
শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে রাজস্থান। মহম্মদ সিরাজের বলে ৭ রান করে ফেরেন দেবদত্ত পড়িক্কল। আর অশ্বিনকে তিন নম্বরে নামিয়ে ফাটকা খেলেছিল রাজস্থান। ৯ বলে ১৭ রান করে ফেরেন তিনি। ঘাতক মহম্মদ সিরাজ। দুরন্ত ছন্দে থাকা জস বাটলারকে (৮ রান) ফেরান জস হ্যাজলউড। ৬ ওভারের শেষে রাজস্থান ৪৩/৩ হয়ে যায়। শেষ লগ্নে ব্যাটে ঝড় তোলেন রিয়ান পরাগ। ৩১ বলে অপরাজিত ৫৬ রান করেন তিনি। হর্ষল পটেলের শেষ ওভারে নিলেন ১৮ রান। আরসিবি বোলারদের মধ্যে দুটি করে উইকেট সিরাজ, হ্যাজলউড ও হাসারাঙ্গার।
চলতি আইপিএলে ফাফ ডুপ্লেসির নেতৃত্বে শুরুটা খারাপ করেনি আরসিবি। প্রথম সাত ম্যাচের মধ্যে পাঁচটি জিতে প্লে অফের দৌড়ে ভাল মতোই ছিল। কিন্তু কোহলিদের শিবিরে অভিশাপ হয়ে আছড়ে পড়েছে সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ। যে ম্যাচে মাত্র ৬৮ রানে অল আউট হয়ে গিয়েছিল তারকা সমৃদ্ধ ব্যাটিং লাইন আপ। সেই ধাক্কা কাটিয়ে ফের ছন্দে ফেরাই আপাতত আরসিবি-র সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ম্যাচ শুরুর আগে অবশ্য দলকে মানসিকভাবে চাঙ্গা রাখার চেষ্টা করেন ডুপ্লেসি। টসের পর তিনি বলেন, 'একশো রানে জিতি বা পাঁচশো রানে হারি, গুরুত্বপূর্ণ হল প্লে অফে পৌঁছতে পারছি কি না, টস জিতে বললেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি।'