Dhawan IPL Record: সামনে শুধু বিরাট, আইপিএলে বিশাল মাইলস্টোন ধবনের
Dhawan IPL Record: আইপিএলে (IPL) এবার একদমই ফর্মে নেই বিরাট। কিন্তু এই তালিকায় তিনিই রয়েছেন একেবারে শীর্ষে। তৃতীয় স্থানে রয়েছেন আরেক ভারতীয় রোহিত শর্মা (Rohit Sharma)।
মুম্বই: অনন্য কীর্তি। নতুন মাইনস্টোন। আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নেমেই নজির শিখর ধবনের। পাঞ্জাব কিংসের হয়ে এবার খেলছেন ধবন। ওপেনিংয়ে ময়ঙ্ক অগ্রবালের সঙ্গে খেলতে নেমেছিলেন তিনি। আর নেমেই আইপিএলে ৬ হাজার রানের মালিক হয়ে গেলেন ধবন। শুধু তাইই নয়, টি-টোয়েন্টি ফর্ম্য়াটেও মোট ৯ হাজার রানের মালিক হয়ে গেলেন ধবন।
Milestone 🚨 - 6000 IPL runs and counting for @SDhawan25 👏👏
— IndianPremierLeague (@IPL) April 25, 2022
He is only the second player to achieve this feat in IPL.#TATAIPL #PBKSvCSK pic.twitter.com/G4Eq1t88Dx
সামনে শুধু বিরাট
ধবনের আগে আইপিএলের সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় শুধু রয়েছেন এবার বিরাট কোহলি। প্রাক্তন ভারত অধিনায়কের সংগ্রহ মোট ৬,৪০০ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন ধবন। তৃতীয় স্থানে এই তালিকায় রয়েছেন রোহিত শর্মা। তাঁর ঝুলিতে রয়েছে ৫,৭৬৪ রান। চতুর্থ স্থানে রয়েছেন অজি তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। তাঁর ঝুলিতে রয়েছে ৫৬৬৮ রান। পঞ্চম স্থানে রয়েছেন সুরেশ রায়না। তাঁর ঝুলিতে রয়েছে ৫৫২৮ রান।
View this post on Instagram
চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং
প্রথম সাক্ষাতে জয় এসেছিল ৫৪ রানে। সেই ম্যাচে নায়ক ছিলেন লিয়াম লিভিংস্টোন। আজ দ্বিতীয়বার এই মরসুমে ফের এবার চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমেছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব শিবিরে তিনটে বদল হয়েছে। একাদশে এসেছেন ঋষি ধবন, ভানুকা রাজাপক্ষে ও সন্দীপ শর্মা।