GT vs SRH, Match Highlights: শেষ ওভারে ৪ ছক্কায় ম্যাচ জমিয়ে দিলেন শশাঙ্ক, হার্দিকদের সামনে লক্ষ্য ১৯৬
IPL 2022, GT vs SRH: বড় স্কোর করল সানরাইজার্স হায়দরাবাদ। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রথমে ব্য়াট করে তুলল ১৯৫/৬। ব্যাট হাতে অবদান রাখলেন অভিষেক শর্মা ও এইডেন মারক্রাম। দুজনই ঝোড়ো হাফসেঞ্চুরি করলেন।
![GT vs SRH, Match Highlights: শেষ ওভারে ৪ ছক্কায় ম্যাচ জমিয়ে দিলেন শশাঙ্ক, হার্দিকদের সামনে লক্ষ্য ১৯৬ IPL 2022: SRH Given target of 196 runs against GT in Match 40 at Wankhede Stadium GT vs SRH, Match Highlights: শেষ ওভারে ৪ ছক্কায় ম্যাচ জমিয়ে দিলেন শশাঙ্ক, হার্দিকদের সামনে লক্ষ্য ১৯৬](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/27/1a54284bff30efbde882a98990b55a88_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: প্রতিপক্ষ বোলিং লাইন আপে মহম্মদ শামির (Mohammed Shami) মতো বিশ্বের অন্যতম সেরা পেসার। রশিদ খানের (Rashid Khan) মতো টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার। লকি ফার্গুসনের (Lockie Ferguson) মতো ধারাবাহিকভাবে ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিতে বল করে যাওয়া পেসার।
সব সামলে বড় স্কোর করল সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে প্রথমে ব্য়াট করে তুলল ১৯৫/৬। ব্যাট হাতে অবদান রাখলেন অভিষেক শর্মা ও এইডেন মারক্রাম। দুজনই ঝোড়ো হাফসেঞ্চুরি করলেন। ইনিংস ওপেন করতে নেমে ৪২ বলে ৬৫ রান করলেন অভিষেক। চার নম্বরে নেমে ৪০ বলে ৫৬ রান করলেন মারক্রাম। শেষ ওভারে চমক শশাঙ্ক সিংহের। লকির এক ওভারে ৪টি ছক্কা মারলেন তিনি। উঠল মোট ২৫ রান। গুজরাতের সামনে ম্যাচ জয়ের লক্ষ্য ১৯৬ রানের।
টস গুজরাতের
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। চলতি আইপিএলে কার্যত ম্য়াচ জেতার ফর্মুলাই হয়ে দাঁড়িয়েছে, টস জেতো, বিপক্ষকে আগে ব্যাট করতে পাঠাও। তারপর রান তাড়া করো। এবারের আইপিএলের গ্রুপ পর্বের খেলা হচ্ছে মহারাষ্ট্রের দুই শহর মুম্বই ও পুণেতে। সন্ধের পর থেকে শিশির পড়ছে। তাই পরের দিকে বল গ্রিপ করতে সমস্যায় পড়ছেন বোলাররা। সব অধিনায়কই তাই চাইছেন শুরুতে ফিল্ডিং করে নিতে। এবং রান তাড়া করতে নেমে প্রতিপক্ষ বোলারদের শিশির সমস্যার ফায়দা তুলতে। হার্দিকও যে নিয়মের ব্যতিক্রম হতে দেননি।
কেন উইলিয়ামসন রান পাননি। মাত্র ৫ রান করে আউট হন। ক্রিজে সেট হয়েও ফিরে যান রাহুল ত্রিপাঠি। ১৬ রান করে। তবে অভিষেক ও মারক্রাম ইনিংসের হাল ধরেন। শেষ ওভারে চারটি ছক্কা সহ ২৫ রান নিয়ে খেলা জমিয়ে দিয়েছেন শশাঙ্ক সিংহ। গুজরাত বোলারদের মধ্যে তিন উইকেট শামির।
আরও পড়ুন: প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কি নেই বিরাট?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)