IPL 2022 Top Highlights: জয় মুম্বইয়ের, গ্যালারিতে রণবীর, দেখে নিন আইপিএল আজকের গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে
IPL 2022: কিন্তু স্নায়ুর চাপ সামলে নিয়ন্ত্রিত বোলিং করলেন ড্যানিয়েল স্যামস (Daniel Sams)। এবারের আইপিএলে মুম্বইকে দ্বিতীয় জয় এনে দিলেন। এখনও পর্যন্ত এই নিয়ে দ্বিতীয় জয় এটি মুম্বইয়ের।
মুম্বই: গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৫ রানে জয় মুম্বইয়ের। রানে ফিরলেন রোহিত শর্মা। গ্য়ালারিতে মুম্বইয়ের হয়ে গলা ফাটালেন বলি তারকা রণবীর সিংহ। মুম্বইয়ের তারকা ক্রিকেটারকে নিজের দলে চাইছেন হার্দিক পাণ্ড্য। দেখে নিন আজকের আইপিএলের গুরুত্বপূর্ণ খবরগুলো।
মুম্বইয়ের গুজরাত বধ
দুর্ধর্ষ ম্যাচ। পেন্ডুলামের মতো দুলছে ম্যাচের ভাগ্য। যে কোনও মুহূর্তে যে কোনও দলের অধিনায়কের মুখ হাসি ফুটতে পারে। এইরকম সময় যে কোনও বোলারই চাপে পড়ে যেতে বাধ্য। তার মধ্যে ব্যাটিংয়ে তখন ডেভিড মিলারের মত বিস্ফোরক ব্যাটার। কিন্তু স্নায়ুর চাপ সামলে নিয়ন্ত্রিত বোলিং করলেন ড্যানিয়েল স্যামস। এবারের আইপিএলে মুম্বইকে দ্বিতীয় জয় এনে দিলেন। এখনও পর্যন্ত এই নিয়ে দ্বিতীয় জয় এটি মুম্বইয়ের। গুজরাতকে ৫ রানে হারিয়ে দিল রোহিত বাহিনী। প্রথমে ব্যাট করে ১৭৭ রান বোর্ডে তুলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা ৪৩ রানের ইনিংস খেলেছিলেন। জবাবে গুজরাতের ইনিংস থেকে যায় ১৭২ রানে। অর্ধশতরান হাঁকালেন ঋদ্ধিমান সাহা ও শুভমন গিল।
'কুল' লুকে স্ট্য়ান্ডে রণবীর
ফ্যাশন নিয়ে বরাবরই সচেতন রণবীর সিংহ। বলিউডের এই তারকা অভিনেতাকে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন পোশাকে দেখা গিয়েছে এর আগেও। এদিন আইপিএলের ম্যাচ দেখতে এসেছিলেন রণবীর একেবারে কুল লুকে। প্রিন্টেড শার্ট, চোখে গগলস ও মাথায় একটি সাদা টুপি পরে এসেছিলেন রণবীর। ক্যামেরা তার দিকে তাক করতেই গ্যালারিও চেঁচিয়ে ওঠে।
পোলার্ডকে চাইছেন হার্দিক
কায়রন পোলার্ডের সঙ্গে হার্দিকের বন্ধুত্ব নতুন কিছু নয়। এবার ক্যারিবিয়ান তারকাকেই নিজের দলে চাইছেন হার্দিক। তিনি সোশ্য়াল মিডিয়ায় এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ''আমি আশা করব পোলার্ড তাঁর সেরাটা দিতে পারবে আমাদের বিরুদ্ধে, তবে আমরা যেন জিততে পারি। আমি কিছুদিন আগেই ওকে বলেছিলাম যে আমাদের দলে তোমাকে মিস করছি। এটাও ওকে বলেছি যে কে না বলতে পারে যে আগামী বছর হয়ত পোলার্ড আমাদের দলের হয়েই খেলছে। যদিও এটা আমার ইচ্ছে। কিন্তু আমি জানি এমনটা কখনোই হবে না।