IPL 2022 Top Highlights: প্লে অফে গুজরাত, নাইটদের সম্ভাবনা, দেখুন আজকের আইপিএলের গুরুত্বপূর্ণ খবরের ঝলক
IPL 2022: প্লে অফে জায়গা করে নিল গুজরাত টাইটান্স (Gujrat Titans)। লখনউ সুপারজায়ান্টসকে ৬২ রানে হারিয়ে দিল তারা। ব্যাট হাতে প্রথমে শুভমন গিলের অর্ধশতরান তো পরে বল হাতে রশিদ খানের ঘূর্ণিঝড়।
পুণে: প্রথমবার আইপিএলের মঞ্চে নেমেই প্লে অফে জায়গা করে নিল গুজরাত টাইটান্স। লখনউ সুপারজায়ান্টসকে হারিয়ে এবারের টুর্নামেন্টে প্রথম দল হিসেবে প্লে অফে হার্দিক পাণ্ড্যর দল। কিন্তু কোন অঙ্কে প্লে অফে পৌঁছতে পারে কলকাতা নাইট রাইডার্স? দেখে নিন আজকের আইপিএল হাইলাইটস -
আইপিএলের প্লে অফে গুজরাত
এবারের আইপিএলের প্রথম দল হিসেবে প্লে অফে জায়গা করে নিল গুজরাত টাইটান্স (Gujrat Titans)। লখনউ সুপারজায়ান্টসকে ৬২ রানে হারিয়ে দিল তারা। ব্যাট হাতে প্রথমে শুভমন গিলের অর্ধশতরান তো পরে বল হাতে রশিদ খানের ঘূর্ণিঝড়। একাই ৪ উইকেট নিয়ে লখনউয়ের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিলেন আফগান স্পিনার। দলকেও তুলে দিলেন প্লে অফে। প্রথমবার আইপিএলের মঞ্চে খেলতে নেমেই প্লে অফে জায়গা করে নিল গুজরাত টাইটান্স।
গিলের অর্ধশতরান ও রশিদের ৪ উইকেট
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ঋদ্ধি, গিল জুটি এদিনও নেমেছিলেন ওপেনিংয়ে। কিন্তু আগের ম্যাচগুলোর মতো এদিন দিনটা ভাল ছিল না পাপালির। মাত্র ৫ রান করে মহসিনের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান। বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি ম্যাথু ওয়েড ও হার্দিক পাণ্ড্যও। প্রথম জন ১০ ও গুজরাত অধিনায়ক ১১ রান করে ফিরে যান। তবে এরপর ডেভিড মিলারের সঙ্গে পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন শুভমন গিল। শেষ পর্যন্ত শেষ পর্যন্ত টিকেও ছিলেন। আইপিএলে নিজের ১৪ তম অর্ধশতরান হাঁকালেন গিল।
লখনউ ১৪৫ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল। জেসন হোল্ডার, ক্রুণাল পাণ্ড্য, আয়ুশ বাদোনি, মার্কাস স্টোইনিস প্রত্যেকেই আজ ফ্লপ। আর তার মূলে রশিদ খান। যেন এলেন দেখলেন আর জয় করলেন। নিজের ৩.৫ ওভারের স্পেলে ২৪ রান দিয়ে তুলে নিলেন ৪ উইকেট।
কোন অঙ্কে প্লে অফ নাইটরা?
গুজরাত টাইটান্স প্লে অফে পৌঁছে গিয়েছে। লখনউ সুপারজায়ান্টস ও রাজস্থান রয়্যালসও পৌঁছে যাবে আশা করা যাচ্ছে। মুম্বই ছিটকে গিয়েছে। চেন্নাই আর এক ম্যাচ হারলেই ছিটকে যাবে। সেক্ষেত্রে কলকাতাকে সব ম্যাচ জিততে হবে প্রথমত। দ্বিতীয়ত আরসিবিকে তাদের বাকি ২ম্যাচই হারতে হবে। এরপরও কলকাতাকে বাকি ৩ দলের দিকে তাকিয়ে থাকতে হবে। নেট রান রেটও একটা বড় ইস্যু হতে চলেছে।
ভাজ্জির সার্টিফিকেট বুমরাকে
ম্যাচে মুম্বই হারলেও গতকাল কলকাতার বিরুদ্ধে বল হাতে ৪ ওভারে ১০ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছিলেন জশপ্রীত বুমরা। আর এরপরই ভাজ্জি ট্যুইট করেন, ''একজন রাজা সবসময় রাজাই থাকে। কী অসাধারণ, বিধ্বংসী স্পেল। ফর্ম নিয়ে কোনও চিন্তা করার মানেই হয় না।''