IPL 2022 Top Highlights: মুম্বই বধ হায়দরাবাদের, সম্মানিত গেলরা, আইপিএলের গুরুত্বপূর্ণ খবরগুলো এক ঝলকে
IPL 2022: আরসিবির হল অফ ফেমে জায়গা করে নিলেন ক্রিস গেল ও এবি ডিভিলিয়ার্স। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে দীর্ঘদিন খেলেছেন ২ তারকা ক্রিকেটার। এবিডি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
মুম্বই: আইপিএলের প্লে অফের লড়াইয়ে সানরাইজার্স হায়দরাদ। মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট ঝুলিতে পুরে নিল কেন উইলিয়ামসনের দল। দুরন্ত অর্ধশতরান রাহুল ত্রিপাঠীর। ৩ উইকেট উমরানের। দেখে নিন আজকের আইপিএল হাইলাইটস -
মুম্বই বধ হায়দরাবাদের
রাহুল ত্রিপাঠীর দুরন্ত ৭৬ ও প্রিয়ম গর্গের ৪২ রানের ওপর ভর করে ১৯৩ রান বোর্ডে তুলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। বিশাল লক্ষ্যমাত্রা। প্লে অফের দৌড়ে থাকার লড়াই নেই। কিন্তু পয়েন্ট টেবিলে নিজেদের সম্মান বাঁচিয়ে রাখতে ও আরও একটা জয় ছিনিয়ে আনতে এই রান তাড়া করে জেতাই ছিল মুম্বইয়ের লক্ষ্য। রোহিত শর্মা ও ঈশান কিষাণ দারুণ শুরু করেছিলেন ওপেনে। রোহিত প্রথম দিকে ফর্মে না থাকলেও গত কয়েকটি ম্যাচে রান পেয়েছেন। এদিন ৩৬ বলে ৪৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন রোহিত। ২টো বাউন্ডারি ও ৪টে ছক্কা হাঁকান তিনি। ঈশান কিষাণ ৩৪ বলে ৪৩ রান করে পাঁচটি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে। ড্যানিয়েল স্যামস ও তিলক ভার্মা দুজনের কেউই রান পাননি। টিম ডেভিড ১৮ বলে ঝোড়ো ৪৬ রান করেন। ৩টি বাউন্ডারি ও ৪টে ছক্কা হাঁকান তিনি। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৯০ রান বোর্ডে তুলে নেয় মুম্বই। ৩ রানে ম্যাচ হারে তারা।
হল অফ ফেমে ক্রিস গেল ও এবি ডিভিলিয়ার্স
আরসিবির হল অফ ফেমে জায়গা করে নিলেন ক্রিস গেল ও এবি ডিভিলিয়ার্স। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে দীর্ঘদিন খেলেছেন ২ তারকা ক্রিকেটার। এবিডি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। অন্যদিকে ক্রিস গেলকে (Chris Gayel) আরসিবি ছেড়ে দিয়েছিল। এরপর পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন তিনি। আরসিবির জার্সিতে অবদান রাখার জন্য এই কিংবদন্তী ২ ব্যাটারকে সম্মানিত করা হয়েছে। ২ জনেই বছরের পর বছর ধরে নিজেদের হার্ড হিটিংয়ের সৌজন্যে সমর্থকদের বিনোদন দিয়ে গিয়েছেন। বিরাট কোহলি নিজে এবিডি ও গেলকে আইপিএলে অবদান রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
বিরাট এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ''তোমাদের দুজনের জন্য এটুকু করতে পারাটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। আমরা সবাই দেখেছি যে কীভাবে তোমরা আইপিএলকে এক অন্য মাত্রা এনে দিয়েছিলেন বছরের পর বছর। আমি ১১ বছর এবিডির সঙ্গে খেলেছি। ৭ বছর ক্রিস গেলের সঙ্গে খেলেছি। ২ জনের সঙ্গেই যাত্রা শুরু হয়েছিল ২০১১ সাল থেকে। দু জনেই দারুণ পারফর্মার।''