IPL 2022 Top Highlights: বাহুবলী কলকাতা পুলিশ, রজতের রাজ কাহিনি, এক নজরে আইপিএলে সারাদিনের খবরের এক ঝলক
IPL 2022 Top Highlights: শহরে আরসিবি। বিরাট কোহলি তখন মাঠে ফিল্ডিংয়ে। কলকাতার মাঠে খেলা আর বিরাট ভক্তদের পাগলামো দেখা যাবে না, তা কি হয় নাকি।
কলকাতা: আইপিএলে কালই আরসিবি পৌঁছে গিয়েছে কোয়ালিফায়ার ২তে। সেখানে রাজস্থানের বিরুদ্ধে আগামীকাল নামবে তারা। রজত পাতিদারের অজানা কাহিনি। কলকাতা পুলিশের বাহুবলী রূপ। দেখে নিন আজকের আইপিএল হাইলাইটস এক নজরে।
বাহুবলী কলকাতা পুলিশ
লখনউ সুপারজায়ান্টস ২০৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল মাঠে। বিরাট কোহলি তখন মাঠে ফিল্ডিংয়ে। কলকাতার মাঠে খেলা আর বিরাট ভক্তদের পাগলামো দেখা যাবে না, তা কি হয় নাকি। গতকাল ম্যাচের মাঝে ঠিক তেমনই এক বিরাট সমর্থক আচমকাই গার্ডরেল টপকে ঢুকে পড়েছিলেন মাঠে শুধুমাত্র প্রিয় ক্রিকেটারের ছোঁয়া পাবেন বলে। কিন্তু সেই সময় আচমকাই এক পুলিশকর্মী বাধা হয়ে দাঁড়ান সেই সমর্থকের সামনে। তিনি সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে কাঁধে তুলে নেন ও মাঠের বাইরে নিয়ে যান একদম। মুহূর্তের মধ্যেই ঘটনাটি ঘটে। বিরাট নিজেও তা দেখে অবাক হয়ে গিয়েছিলেন। তিনিও হেসে ফেলেন পুরো ঘটনা দেখেই। সেই ভিডিও ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
ব্যবসা ছেড়ে ক্রিকেটে মন রজতের
মধ্যপ্রদেশের এক ব্যবসায়ী পরিবারে জন্ম রজতের। পাইপের ব্যবসা ছিল রজতদের। তাঁর বাবা- মা চেয়েছিলেন যে ছেলে ভবিষ্যতে পারিবারিক ব্যবসায় যোগ দেবেন। কিন্তু কোনওদিনই ব্যবসায় আগ্রহ ছিল না রজতের। অনূর্ধ্ব ১৫ বয়সভিত্তির টুর্নামেন্টে যখন খেলতে গিয়েছিলেন নিজেকে পেস বোলার হিসেবে দেখতে চেয়েছিলেন। মিচেল স্টার্ক পছন্দের বোলার। কিন্তু উচ্চতা কম হওয়ায় কোচ বলেন ব্যাটিংয়ে মন দিতে। ব্যস বদলে যায় জীবনের গতিপথ। ঘরোয়া ক্রিকেটে এরপর রান পেতে থাকেন রজত। কিন্তু আইপিএলের নিলামে জায়গা হয়নি। তবে হাল ছাড়েননি। সিসোদিয়া চোট পাওয়ায় ভাগ্য খুলে যায় ২৯ বছরের তরুণের সামনে। আজ গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠে সবাইকে বুঝিয়ে দিলেন তিনি যে লম্বা রেসের ঘোড়া।
চোট পেলেন পুলিশকর্মী
আইপিএলে মাঠে এসে গ্যালারি থেকে খেলা উপভোগ করাটাই স্বাভাবিক। কিন্তু সেই খেলাই যখন যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। লখনউ বনাম আরসিবি ম্যাচে কলকাতার এক পুলিশকর্মী চোট পেলেন। লখনউয়ের দীপক হুডার পেল্লাই ছক্কা গ্য়ালারি আছড়ে পড়ছিল। সেই সময়ই চোট পেলেন সেই পুলিশকর্মী। যেই ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।