IPL 2022 Top Highlights: গুজরাত বধ পাঞ্জাবের, আইপিএল ফাইনাল আমদাবাদে, এক ঝলকে আইপিএলের গুরুত্বপূর্ণ খবরগুলো
IPL 2022 Top News: কারণ দৌড়ে আছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও দিল্লি ক্যাপিটালসও (Delhi Capitals)। আবার উঠে আসছে চেন্নাই সুপার কিংসও।
মুম্বই: আইপিএলে গুজরাত বধ পাঞ্জাবের। টুর্নামেন্টের ফাইনাল আমদাবাদেই, ঘোষণা জয় শাহর (Jay Shah)। ঈদের সেলিব্রেশনে মাতলেন ধোনি (Mahendra Singh Dhoni), মঈন, উথাপ্পারা। দেখে নিন আজকের আইপিএলের গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে -
পাঞ্জাবের গুজরাত বধ
অফের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হত পাঞ্জাব কিংসকে (Punjab Kings)। কারণ দৌড়ে আছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও দিল্লি ক্যাপিটালসও (Delhi Capitals)। আবার উঠে আসছে চেন্নাই সুপার কিংসও। তাই রান রেট ভাল রেখে জেতাটাই লক্ষ্য ছিল ময়ঙ্কের (Mayank Agarwal) দলের। ঠিক সেটাই করল তারা। প্রথমে বল হাতে রাবাডার ৪ উইকেট। গুজরাতকে মাত্র ১৪৩ রানে আটকে রেখেছিল পাঞ্জাব। জবাবে পরে ব্যাট হাতে ধবন-রাজাপক্ষের পার্টনারশিপে জয় নিশ্চিত করে পাঞ্জাব। লোয়ার অর্ডারে এসে ক্যামিও ইনিংস লিভিংস্টোনের। কফিনে শেষ পেরেক পুঁতে ৪ ওভার বাকি থাকতেই ৮ উইকেট ম্যাচ জিতে নিল পাঞ্জাব। পয়েন্ট টেবিলেও প্রথম পাঁচে উঠে এল তারা।
আমদাবাদে ফাইনাল
এবারের আইপিএল-এর (IPL 2022) প্লে অফ ম্যাচগুলি যে কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্স (Eden Gardens)এবং আমদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) হবে, সেটা আগেই জানা গিয়েছিল। আজ এই বিষয়টি নিশ্চিত করলেন বিসিসিআই সচিব জয় শাহ (BCCI Secraetary Jay Shah)। তিনি আরও জানিয়েছেন, ২৯ মে আইপিএল ফাইনাল হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
আইপিএল কোয়ালিফায়ার ইডেনে
আজ সংবাদসংস্থা এএনআই-কে বিসিসিআই সচিব জানিয়েছেন, ‘আইপিএল ২০২২-এর প্লে অফ ম্যাচগুলি হবে আমদাবাদ ও কলকাতায়। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২৭ মে কোয়ালিফায়ার ২ এবং ২৯ মে মেগা ফাইনাল হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ২৪ ও ২৫ মে কোয়ালিফায়ার ও এলিমিনেটর হবে ইডেন গার্ডেন্সে।’
ঈদের সেলিব্রেশন সিএসকের
মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) অধিনায়ক হিসেব ফিরতেই দলও ছন্দে ফিরেছে। জয়ের সরণিতে ফিরেছে সিএসকে। এবার ঈদের (Eid) আনন্দে মেতে উঠলেন দলের সব ক্রিকেটাররা। ঈদের সেলিব্রেশন করতে দেখা গেল ধোনি সহ দলের প্রত্যেককেই। চলল দেদার খানাপিনা। টিম হোটেলে ক্রিকেটাররা তাঁদের পরিবারের সঙ্গে সময় কাটালেন। তাঁদের নিয়ে মেতে উঠলেন ঈদের আনন্দে। এম এস ধোনি, মঈন আলি, ডোয়েন ব্র্যাভো, রবিন উথাপ্পা, আম্বাতি রায়ডু প্রত্যেকেই তাঁদের স্ত্রী ও সন্তানদের নিয়ে এসেছিলেন। সিএসকের ইনস্টাগ্রামে সেই ভিডিও প্রকাশ পেয়েছে।