Kohli Record: কেকেআরের বিরুদ্ধে তিন বাউন্ডারি মারলেই রেকর্ডবুকে ঢুকে পড়বেন কোহলি
IPL 15: আইপিএলে (IPL) একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি (Virat Kohli)। আর তিনটি চার মারলেই ঢুকে পড়বেন এক অভিজাত ক্লাবে।
মুম্বই: আইপিএলে (IPL) একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি (Virat Kohli)। আর তিনটি চার মারলেই ঢুকে পড়বেন এক অভিজাত ক্লাবে।
ধবনের পর...
বিরাট কোহলি নিজের আইপিএল কেরিয়ারে বর্তমানে মোট ৫৪৭টি বাউন্ডারি মেরেছেন। বুধবার কেকেআরের বিরুদ্ধে আর তিনটি চার মারলেই তিনি ৫৫০ বাউন্ডারির মাইলফলক স্পর্শ করবেন। কোহলি তিনটি চার মারতে সক্ষম হলে মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে ৫৫০টি চার মারার নজির স্পর্শ করবেন। এই তালিকায় এক নম্বরে রয়েছেন শিখর ধবন। তাঁর চারের সংখ্যা (৬৫৯) অবশ্য বিরাটের থেকে অনেকটাই বেশি।
আইপিএলে শিখর ধবন সবচেয়ে বেশি, ৬৫৯টি চার মেরেছেন। বিরাট কোহলির চারের সংখ্যা ৫৪৭। ডেভিড ওয়ার্নার ৫২৫টি, সুরেশ রায়না ৫০৬টি ও রোহিত শর্মা ৪৯৫টি চার মেরেছেন।
কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (KKR vs RCB) ম্যাচ মানেই অনেকে অপেক্ষা করে রয়েছেন সেই দ্বৈরথের দিকে। যখন ক্রিজে নামবেন বিরাট কোহলি (Virat Kohli)। আর বল হাতে তুলে নেবেন কেকেআরের দুই বিস্ময় স্পিনার। সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী।
স্পিন ফলা বনাম বিরাট
কেকেআরের বিরুদ্ধে বরাবর সফল বিরাট। তবে নারাইন ও বরুণের স্পিন ফলার বিরুদ্ধে কীভাবে ব্যাট করেন, দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বিরাট যে স্বাভাবিক ছন্দে ব্যাটিং করেছেন, তার প্রশংসা করেছেন রবি শাস্ত্রী। তিনি বলেছেন, 'পাঞ্জাব কিংস ম্যাচে বিরাটের সাবলীল ব্যাটিং আমার ভালো লেগেছে। স্পিনারদের বিরুদ্ধে পায়ের ব্যবহার সঠিকভাবে করার প্রস্তুতি নিয়েই নেমেছিলেন। এবার তাঁকে আরও বেশি করে স্যুইপ শট মারতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি শট। বিরাট এই শট খুব বেশি খেলেন না, কিন্তু খোলা মনে স্বাধীনভাবেই তা খেলা উচিত।
শাস্ত্রীয় পরামর্শ
কেকেআর ম্যাচে বিরাটকে সামলাতে হবে সুনীল নারাইন, বরুণ চক্রবর্তীদের। এমনিতে আরসিবির হয়ে কেকেআরের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান (৭৭৪) করেছেন বিরাটই। শাস্ত্রী বলেছেন, 'ম্যাচের মাঝের দিনগুলিতে থ্রো ডাউন স্পেশালিস্ট ডি রঘুবেন্দ্র ও পেসারদের সামলানোর খুব বেশি দরকার নেই। গত দেড়-দুই বছরে পেসার ও থ্রো ডাউন অনেক সামলেছে কোহলি। এবার নেটে স্পিনারদের ডেকে যত বেশি সম্ভব স্যুইপ শট মারার অনুশীলন করা উচিত। পায়ের সঠিক ব্যবহার করে যদি বিরাট এই শট খেলতে থাকে তাহলে স্পিনাররাও বল করার আগে দুবার, তিনবার ভাববে কীভাবে বল করা প্রয়োজন। ব্যাটারকে ঠিক করতে হবে ব্যাক লিফট কতটা জরুরি, কীভাবে বলের গতিকে কাজে লাগানো যায়, পা ঠিক কোন জায়গায় রাখলে সঠিকভাবে শটটি খেলা যাবে।' স্যুইপ, প্যাডেল স্যুইপ, রিভার্স প্যাডল স্যুইপ মারতে পায়ের পজিশন কী হবে তা আরও নিখুঁত করতে অনুশীলনে এইসব শট বেশি মারার পক্ষেও সওয়াল করেছেন শাস্ত্রী।