IPL 2022: জাডেজাকে অধিনায়ক করাটাই ভুল ছিল, কেন বলছেন সহবাগ?
IPL 2022: বীরেন্দ্র সহবাগের মনে হচ্ছে, জাডেজাকে অধিনায়ক করাটাই ভুল হয়েছিল। জাতীয় দলের প্রাক্তন তারকা এ-ও জানিয়েছেন যে, শুরু থেকে ধোনিই অধিনায়ক থাকলে আইপিএলে এই দুর্দশা হতো না সিএসকের।
মুম্বই: আইপিএল (IPL) শুরু হওয়ার আগেই চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছেড়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। জানিয়েছিলেন, তিনি চান রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) দলকে নেতৃত্ব দিন। ধোনির ইচ্ছা মেনেই সৌরাষ্ট্রের অলরাউন্ডারকে অধিনায়ক ঘোষণা করে দেয় চেন্নাই সুপার কিংস (CSK)। কিন্তু আইপিএলে ভরাডুবি হয় সিএসকের। পরপর ম্যাচ হেরে আপাতত পয়েন্ট টেবিলের তলানিতে চেন্নাই সুপার কিংস। বিপর্যয়ের পর নেতৃত্ব ছেড়ে সরে দাঁড়িয়েছেন জাডেজা। ফের অধিনায়ক করা হয়েছে ধোনিকেই।
সোজাসাপ্টা বীরু
বীরেন্দ্র সহবাগের (Virender Sehwag) মনে হচ্ছে, জাডেজাকে অধিনায়ক করাটাই ভুল হয়েছিল। জাতীয় দলের প্রাক্তন তারকা এ-ও জানিয়েছেন যে, শুরু থেকে ধোনিই অধিনায়ক থাকলে আইপিএলে এই দুর্দশা হতো না সিএসকের। বীরু বলেছেন, 'মরসুম শুরুর আগে জাডেজাকে অধিনায়ক করে ভুল করেছিল সিএসকে। ভুল সিদ্ধান্ত ছিল সেটা।'
আইপিএলে ১০ ম্যাচের মধ্যে ৭টিতে হেরে কার্যত প্লে অফের দৌড়ের বাইরে সিএসকে। বীরু বলছেন, 'প্রথম একাদশে স্থিরতা ছিল না। রুতুরাজ গায়কোয়াড় রান পায়নি শুরুর দিকে। ব্যাটাররা রান পায়নি। পুরো দলটাই ঘেঁটে গিয়েছিল। ধোনি শুরু থেকেই অধিনায়ক থাকলে ছবিটা এরকম হতো না।'
অন্য খেলা?
আইপিএলে (IPL) রাজস্থান রয়্যালস (RR) ছন্দে রয়েছে। ১০ ম্যাচের মধ্যে ৬টি জিতে ১২ পয়েন্ট সঞ্জু স্যামসনদের। পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছেন তাঁরা। প্লে অফে ওঠার সুযোগ ক্রমশ বাড়ছে।
কিন্তু ক্রিকেটের ভরা মরসুমে কি অন্য কোনও খেলায় মজলেন রাজস্থান ক্রিকেটারেরা? সাম্প্রতিক একটি ভিডিয়ো সেই জল্পনা উস্কে দিয়েছে।
ছন্দে রাজস্থান
চলতি আইপিএলে এখনও পর্যন্ত রাজস্থান রয়্যালসের পারফরম্যান্স দুর্দান্ত ছিল। এখনও পর্যন্ত দলটি ছটি ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। দলের স্পিন বোলিং জুটি আর অশ্বিন এবং যুজবেন্দ্র চাহাল এই বছরের দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। চলতি মরসুমে রাজস্থানের ভাল পারফরম্যান্সের পিছনে বড় ভূমিকা স্পিনার জুটির ।
এরই মাঝে রাজস্থানের তারকা অফস্পিনার অশ্বিনকে সম্প্রতি একেবারে অন্যরকম ভূমিকায় দেখা গেল । বাইশ গজের বাইরে বেরিয়ে অশ্বিন একেবারেই অন্য খেলায় মাতলেন। একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। যেখানে অশ্বিনকে তাঁর সতীর্থ যশস্বী জয়সবালের সঙ্গে দাবা খেলতে দেখা গিয়েছে। এই ভিডিয়োটি রাজস্থান রয়্যালসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যা ভক্তরা পছন্দ করছেন। প্রচুর ভিউও হয়েছে সেই ভিডিয়োটির। কমেন্ট সেকশনও উপচে পড়ছে।