(Source: ECI/ABP News/ABP Majha)
IPl 2022: নিলামে খাতা খুলল সানরাইজার্স, ৮ কোটি ৭৫ লক্ষ টাকায় দলে সুন্দর
IPl 2022: নিজের বেস প্রাইস এবার ১ কোটি ৫০ লক্ষ টাকা রেখেছিলেন সুন্দর। কিন্তু সেখান থেকে ৮ কোটি ৭৫ লক্ষ টাকা পর্যন্ত পেলেন এই তরুণ অলরাউন্ডার।
বেঙ্গালুরু: নিলামের টেবিল বসেও কোনও প্লেয়ারকে কেন কিনছে না সানরাইজার্স হায়দরাবাদ, এই নিয়েই সবার কৌতূহল বাড়ছিল। কিন্তু অবশেষে খাতা খুলল তারা নিলামে। ৮ কোটি ৭৫ লক্ষ টাকায় তামিলনাডুর এই অলরাউন্ডারকে দলে নিল কেন উইলিয়ামসনের দল। নিজের বেস প্রাইস এবার ১ কোটি ৫০ লক্ষ টাকা রেখেছিলেন সুন্দর। কিন্তু সেখান থেকে ৮ কোটি ৭৫ লক্ষ টাকা পর্যন্ত পেলেন এই তরুণ অলরাউন্ডার।
আরসিবির অন্যতম সেরা পারফর্মারদের মধ্যে একজন ছিলেন ওয়াশিংটন সুন্দর। সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও নিজের দক্ষতার ছাপ রেখেছেন এই তরুণ ক্রিকেটার।
সানরাইজার্স হায়দরাবাদ তিনজন ক্রিকেটারকে ধরে রেখেছে। ১৪ কোটি টাকায় দলে থেকে গিয়েছেন কেন উইলিয়ামসন। তাঁকেই অধিনায়কও ঘোষণা করা হয়েছে। আবদুল সামাদকে ধরে রেখেছে ৪ কোটি টাকার বিনিময়ে। উমরান মালিকও অরেঞ্জ আর্মিতে থেকে গিয়েছেন ৪ কোটি টাকায়। নিলামের জন্য এই দলের হাতে রয়েছে ৬৮ কোটি টাকা। নিজেদের সোশ্য়াল মিডিয়ায় নতুন জার্সির ছবি পোস্ট করেছে সানরাইজার্স।
নিলামের শুরুতেই বড় বাজিমাত কলকাতা নাইট রাইডার্সের (KKR)। প্রায় কুড়ি কোটি টাকা খরচ করে দুই তারকাকে দলে নিল শাহরুখ খান-জুহি চাওলার দল। দুজনেরই ন্যূনতম দাম ছিল ২ কোটি টাকা। মুম্বইয়ের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ১২ কোটি ২৫ লক্ষ টাকা খরচ করে কিনল কেকেআর। অন্যদিকে অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়ের নায়ক প্যাট কামিন্সকে (Pat Cummins) ৭ কোটি ২৫ লক্ষ টাকায় কিনে নিল কেকেআর।
দুই তারকাকে দলে নেওয়ার সঙ্গে সঙ্গে আলোচনা শুরু হয়ে গিয়েছে, এই দুজনের মধ্যে কেউ কি নাইটদের নতুন নেতা হতে চলেছেন! শ্রেয়স মুম্বই রাজ্য দলের অধিনায়কত্ব করেছেন। দিল্লি ক্যাপিটালসের নেতা হিসাবেই নজর কেড়েছেন। তবে চোটের জন্য তিনি ছিটকে যাওয়ার পর ঋষভ পন্থকে অধিনায়ক করেছিল দিল্লি। কেকেআরে ফের নেতৃত্বের দায়িত্ব পেতে পারেন মুম্বইয়ের তারকা।