IPL 2022, GT vs RR: আজ কখন, কোথায় দেখবেন আইপিএলের মেগা ফাইনাল?
IPL 2022: আইপিএলের প্রথম মরসুমে ২০০৮ সালে শেন ওয়ার্নের নেতৃত্বে টুর্নামেন্টে চ্য়াম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। অন্যদিকে এবারই প্রথমবার আইপিএলে খেলতে নেমেছিল গুজরাত টাইটান্স।
![IPL 2022, GT vs RR: আজ কখন, কোথায় দেখবেন আইপিএলের মেগা ফাইনাল? IPL 2022: When And Where To Watch Gujarat Titans vs Rajasthan Royals Final match IPL 2022, GT vs RR: আজ কখন, কোথায় দেখবেন আইপিএলের মেগা ফাইনাল?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/29/5a37a13e0d7354266208e404f2688d6a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আমদাবাদ: দেখতে দেখতে শেষ লগ্নে চলে এল টাটা আইপিএল ২০২২। আজ রবিবারীয় ফাইনালে মুখোমুখি গুজরাত টাইটান্স (Gujrat Titans) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। প্রথম দলের কাছে প্রথমবার টুর্নামেন্টে খেতাব জয়ের সুযোগ। আর দ্বিতীয় দলের কাছে ১৪ বছর পর ফের খেতাব জয়ের সুযোগ। কে শেষ হাসি হাসবে, তা তো সময়ই বলবে। কিন্তু ২ দলই যে কেউ এই ম্যাচে আন্ডারডগ নয়, তা পরিষ্কার।
আজ আইপিএলে
গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস
কোথায় খেলা
নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আমদাবাদ
কখন শুরু
খেলা শুরু রাত ৮.০০, টস সন্ধে ৭.৩০
কোথায় দেখা যাবে
ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার গোল্ড চ্যানেলে ও ডিজনি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে
প্রথমবার আইপিএল (IPL) খেলতে নেমেই হইচই ফেলে দিয়েছে গুজরাত টাইটান্স (Gujarat Titans)। গ্রুপ পর্বে ১৪ ম্যাচে ১০টি জয়। পয়েন্টের বিচারে অন্য সব দলের ধরাছোঁয়ার বাইরে। কোয়ালিফায়ারেও দাপট দেখিয়েছেন হার্দিক পাণ্ড্যরা (Hardik Pandya। ইডেনে (Eden Gardens) সহজে ম্যাচ জিতে পৌঁছে গিয়েছেন ফাইনালে।
অন্যদিকে প্রথম কোয়ালিফায়ারে গুজরাতের বিরুদ্ধে হেরে রাস্তাটা কঠিন হয়ে গিয়েছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের বিরুদ্ধে দ্বিতীয় সুযোগে আর কোনও ভুল করেনি রাজস্থান। জস বাটলার এবারের আইপিএলে নিজের চতুর্থ সেঞ্চুরি হাঁকিয়ে দলকে ট্রফি জয়ের স্বপ্ন ভাঙতে দেননি। এবার দেখার শেষ হাসি কে হাসে।
ঘরের মাঠে শিরোপা জয়ের সুযোগ গুজরাতের সামনে
টুর্নামেন্টের ১৫ বছরের ইতিহাসে এই নজির রয়েছে একমাত্র চেন্নাই সুপার কিংসের (CSK)। সাল ২০১১। ঘরের মাঠ এম এ চিদম্বরম স্টেডিয়ামে আইপিএল (IPL) ফাইনাল খেলে সেরার শিরোপা জিতেছিলেন মহেন্দ্র সিংহ ধোনিরা (MS Dhoni)। তার ঠিক এগারো বছর পর ধোনিদের সেই কীর্তি স্পর্শ করার সুযোগ গুজরাত টাইটান্সের (GT) সামনেই।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)