(Source: ECI/ABP News/ABP Majha)
Avesh Khan Reprimanded : জয়ের পর হেলমেট ছুড়ে সেলিব্রেশন, সতর্ক করা হল আবেশকে, জরিমানা ফাফের
RCB vs LSG : শেষ বলে আরসিবিকে হারিয়ে আইপিএল লিগটেবিলে শীর্ষে পৌঁছে গিয়েছে লখনউ সুপার জায়ান্টস।
বেঙ্গালুরু : টানটান ম্যাচের শেষে কার্যত ফটো ফিনিশে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Royal Challengers Bangalore) হারিয়েছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। খেলার একেবারে শেষ বলে এক উইকেটে ম্যাচ জিতে নিয়েছে তারা। ম্যাচের শেষে তাঁর সেলিব্রেশনের জেরে অবশ্য সতর্কিত হতে হল আবেশ খানকে (Avesh Khan Reprimanded)। কোড অফ কনড্যাক্টের লেভল ওয়ান হিসেবে দাগিয়ে সতর্ক করা হয়েছে তাঁকে। ম্যাচের শেষে জয়ের আনন্দে হেলমেট মাটিতে ছুড়ে ফেলে সেলিব্রেশনে মেতে উঠেছিলেন লখনউ ফ্র্যাঞ্চাইজির এই বোলিং অলরাউন্ডার। সেই জন্যই সতর্ক করে দেওয়া হয়েছে তাঁকে। পাশাপাশি জরিমানার মুখে পড়তে হয়েছে ফাফ ডুপ্লেসিকে (Faf du Plessis)। স্লো-ওভার রেটের জন্য আরসিবি-র (RCB) অধিনায়কের ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দুরন্ত এক টি ২০ লড়াই উপহার পেয়েছেন ক্রিকেটপ্রেমীরা। খেলাটিতে ৪২০-র বেশি রান উঠেছে। দুই দলের ব্যাটাররা মিলিয়ে হাঁকিয়েছেন ২৭ টি ওভার বাউন্ডারি। প্রথমে ব্যাট করতে নেমে ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েলের অর্ধশতরানে ভর করে ২১২ রান তোলে আরসিবি। বল হাতে তাদের দুরন্ত শুরু পাইয়ে দিয়েছিলেন ওয়েন পার্নেল। যদিও মার্কাস স্টোইনিসের অর্ধশতরান ও নিকোলাস পুরানের ১৯ বলে ৬২ রানের সুবাদে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় লখনউ ব্রিগেড। ইনিংসের একেবারে শেষ বলে হর্ষল প্যাটেলের বল খেলতে ব্যর্থ হন আবেশ। যদিও উইকেটের পিছনে দীনেশ কার্তিক বল ধরতে গিয়ে ফসকে ফেললে আবেশ ও রবি বিষ্ণোই দৌড়ে একটি রান সম্পূর্ণ করে নেন। যার সুবাদে ম্যাচ বের করে নেয় লখনউ সুপার জায়ান্টস। যে জয়ের সুবাদে এই মুহূর্তে আইপিএল লিগ টেবিলের শীর্ষে চলে গিয়েছে লখনউ ফ্র্যাঞ্চাইজি।
ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। হাতে ছিল ৩ উইকেট। বোলার ছিলেন হর্ষল পটেল। ওভারের প্রথম বলে ১ রান নেন জয়দেব উনাদকট। পরের বলেই মার্ক উড বোল্ড হয়ে যান। তৃতীয় বলে রবি বিষ্ণোই দৌড়ে ২ রান নেন। চতুর্থ বলে সিঙ্গল ছিনিয়ে নেন তিনি। ২ বলে তখন চাই আর ১ রান। কিন্তু পঞ্চম বলে আউট হয়ে যান উনাদকট। শেষ বলে প্রয়োজন ছিল ১ রান। লখনউয়ের হাতে আর মাত্র ১ উইকেট। আবেশ খানকে বল করতে গিয়ে নন স্ট্রাইকিং এন্ডে রবি বিষ্ণোইকে মাঁকড়ীয় আউট করার চেষ্টা করেন হর্ষল। তবে সফল হননি। আম্পায়ার ডেড বল ঘোষণা করেন। শেষ বল আবেশ খান ব্যাটে ঠেকাতে ব্যর্থ হন। কিন্তু উইকেটের পিছনে সঠিকভাবে বল সংগ্রহ করতে পারেননি দীনেশ কার্তিক। দৌড়ে ১ রান নিয়ে নেন আবেশ ও রবি। জয়ের পর উত্তেজনায় মাঠে হেলমেট ছুড়ে দেন আবেশ। ১ উইকেটে ম্যাচ জেতে লখনউ।
View this post on Instagram
আরও পড়ুন- ছক্কা মেরে হিট উইকেট! বাদোনির আউট দেখে তাজ্জব ক্রিকেটবিশ্ব