DC vs GT, 1 Innings Highlight : শামি, রশিদদের দাপট সামলে লড়াই ওয়ার্নার, অক্ষরদের, ১৬২ রানের লড়াকু স্কোর দিল্লির
IPL 2023, DC vs GT: মহম্মদ শামি ও রশিদ খান ৩ টি করে উইকেট নেন।
নয়াদিল্লি : অক্ষর প্যাটেলের দাপটে শেষমেশ ১৬৮ রানের লড়াকু টার্গেট খাড়া করল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। নির্ধারিত ২০ ওভারের শেষে ৮ উইকেটে ১৬২ রান তোলে তারা। টসে জিতে দিল্লিকে ব্যাটিং করতে পাঠান গুজরাত টাইটান্সের (Gujrat Titans) অধিনায়ক হার্দিক পাণ্ড্য় (Hardik Pandya)। শুরু থেকেই গতবারের চ্যাম্পিয়নদের বোলিং দাপটে সেভাবে রানের গতি বাড়াতে পারেনি দিল্লি। শুরুতেই মহম্মদ শামি (৩/৪১ ) জোড়া ধাক্কা দেন দিল্লি শিবিরকে।
পৃথ্বী শা (৭), মিচেল মার্শকে (৪) সাজঘরের পাঠানোর পাশাপাশি শেষ ওভারের অক্ষরেরও উইকেট মহম্মদ শামির (Mohammed Shami)। দুর্ঘটনার কবল কাটিয়ে প্রথমবার মাঠে আসা ঋষভ পন্থের (Rishav Pant) সামনে দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার (৩৭) খানিক চেষ্টা করলেও বড় রান করতে পারেননি। তাঁকে ও রাইলি রুসোকে (০) পরপর দু'বলে আউট করেন ক্যারিবিয়ান পেসার আলজারি জোসেফ (২/২৯) । মাঝে রশিদ খানও (৩/৩১) নেন তিনটি উইকেট। মূলত আফগান স্পিনার রশিদ খানের (Rashid Khan) ঘূর্ণিজালেই শেষপর্বে ইনিংসে থিতু হয়েও বড় রানের ওভার বের করে নিতে ব্যর্থ হন দিল্লির ব্যাটাররা।
৩২ বলে ৭ টি চারের সাহায্যে ৩৭ রানের ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। মাঝে অবশ্য শামির একটি বল উইকেট ছুয়ে গেলেও বেল না পড়ায় বেঁচে যান তিনি। যদিও আইপিএলে যে দাপুটে ছন্দে অজি ব্যাটারকে দেখতে অভ্যস্ত সমর্থকরা, তেমনটা পাওয়া যায়নি। বরং খানিক হলেওএ নজর কেড়েছেন বাংলার অভিষেক পোড়েল। দিল্লির জার্সিতে আইপিএলের অভিষেক ম্যাচে বাংলার এই কিপার-ব্যাটার ১১ বলে করেন ২০ রান। হাঁকান দুটি ওভার বাউন্ডারিও। রশিদের ঘূর্ণি বুঝতে না পেরে বোল্ড হয়ে গেলেও তাঁর টেম্পারামেন্ট নজর কেড়েছে। মাঝে সরফরাজ খানও (৩০) কিছুটা টানার চেষ্টা করেন দিল্লির ইনিংস। তবে তাঁদের লড়াকু স্কোরে পৌঁছে দেওয়ার আসল কারিগর অলরাউন্ডার অক্ষর প্যাটেল।
২২ বলে ২ টি চার ও ৩ টি ছক্কার সাহায্য়ে ৩৬ রানের ঝোড়ে ইনিংস খেলে অক্ষর প্যাটেল (Axar Patel) লড়াকু জায়গায় পৌঁছে দেন দিল্লি শিবিরকে।
View this post on Instagram
আরও পড়ুন- দুর্ঘটনার পর প্রথমবার মাঠে, দিল্লির ম্যাচ দেখতে হাজির ঋষভ