IPL Points Table : লাস্ট বয় দিল্লির কাছে হারলেও শীর্ষেই থাকল গুজরাত, কী দাঁড়াল আইপিএলের পয়েন্ট টেবিল
IPL 2023 : রাজস্থান, লখনউ, চেন্নাই, ব্যাঙ্গালোর ও পাঞ্জাব, এই মুহূর্তে মোট ৯ টি ফ্র্যাঞ্চাইজি ৯ টি করে ম্যাচ খেলে ১০ পয়েন্টে দাঁড়িয়ে। তাদের মধ্যে ফারাক শ্রেফ রান রেটের।
আমদাবাদ : আইপিএলের (IPL) লাস্ট বয়দের কাছে হারল ফার্স্ট বয়রা ! হাড্ডাহাড্ডি লো স্কোরিং ম্যাচে ৫ রানে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) হারিয়েছে গুজরাত টাইটান্সকে (Gujarat Titans)। যদিও এই ম্যাচে হারলেও আইপিএলে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখল গুজরাত টাইটান্স। এখনও পর্যন্ত ৯ টি ম্যাচ খেলেছে গতবারের চ্যাম্পিয়নরা। তার মধ্যে এই নিয়ে ৩ নম্বর ম্যাচে হারল হার্দিকের দল। যদিও ১২ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়ে প্লে অফে যাওয়ার অন্যতম দাবিদার তারা। গুজরাতের রান রেট + ০.৫৩২।
এদিকে, গুজরাতকে হারালেও লিগ তালিকার শেষেই রইল দিল্লি ক্যাপিটালস। ৯ নম্বর ম্যাচে এই নিয়ে তৃতীয় জয়ের মুখ দেখল তারা। দিল্লির মতোই ৬ পয়েন্ট সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্সেরও (Kolkata Knight Riders)। রান রেটের বিচারে পয়েন্ট তালিকায় যথাক্রমে আট ও নয় নম্বরে রয়েছে কেকেআর ও হায়দারাবাদ শিবির।
এদিকে, এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসনের দলের ঝুলিতে ৯ ম্য়াচে ১০ পয়েন্ট । তারা ৪টি ম্যাচ হেরেছে। রাজস্থানের রান রেট + ০.৮০০। পয়েন্ট তালিকায় পরের দুটো স্থানে রয়েছে লখনউ সুপারজায়ান্টস ও চেন্নাই সুপার কিংস। তবে উল্লেখযোগ্যভাবে লখনউ ও সিএসকে-র মতোই ৯ ম্যাচে ১০ পয়েন্ট রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও পাঞ্জাব কিংসেরও (Punjab Kings)। অর্থাৎ রাজস্থান, লখনউ, চেন্নাই, ব্যাঙ্গালোর ও পাঞ্জাব, এই মুহূর্তে মোট ৯ টি ফ্র্যাঞ্চাইজি ৯ টি করে ম্যাচ খেলে ১০ পয়েন্টে দাঁড়িয়ে। তাদের মধ্যে ফারাক শ্রেফ রান রেটের।
তাই প্লে-অফের জন্য বিজনেস এন্ড এগিয়ে এলেও শেষপর্যন্ত কোন চার ফ্র্যাঞ্চাইজি দল প্রথম চারে থাকবে, সে নিয়ে জোর লড়াই জারি রয়েছে।
আরও পড়ুন- আগুনে বোলিংয়, ৪ উইকেট, পার্পল ক্যাপ দখলে নিলেন মহম্মদ শামি
পয়েন্ট তালিকায় সাত নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ৮ ম্যাচের শেষে ৮ পয়েন্ট রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের ঝুলিতে।
আরও পড়ুন: প্রবল গ্রীষ্ম বাড়ায় অ্যাজ়মার প্রবণতা, তীব্র হয় কষ্ট, কীভাবে বাঁচবেন