IPL: বুমরার অভাব মেটানো বাকিদের জন্য কঠিন, বলছেন রোহিত
IPL 2023: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের পেস বিভাগের নেতৃত্ব দিয়ে থাকেন যশপ্রীত বুমরা। রোহিত শর্মার পর দলের সবচেয়ে বড় তারকাও বটে।
মুম্বই: আইপিএলে গোটা মরসুমেই মুম্বই ইন্ডিয়ান্স দলে পাবে না তাঁদের তারকা পেসার যশপ্রীত বুমরাকে। এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু না জানানো হলেও বুধবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে মুম্বই ইন্ডিয়ান্সের তরফে সেই বিষয়ে আভাস দিয়ে দেওয়া হয়। রোহিত শর্মা জানিয়ে দেন যে বুমরার অভাব বোধ করবে দল। এমনকী তাঁর অভাব মেটানোও দলের বাকিদের পক্ষে কঠিন হতে পারে।
কী বলছেন রোহিত?
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক বলছেন, ''বুমরাকে না পাওয়াটা আমাদের কাছে সত্যিই একটা বড় ধাক্কা। ওঁর অভাব পূরণ করাটাও অন্যদের জন্য একটু কঠিনই হবে। তবে আমরা আগে থেকেই এই বিষয়ে পরিকল্পনা নিয়েছিলাম। কয়েকজন তরুণ রয়েছে, যাদের দিকে আমাদের নজর রয়েছে।''
রোহিত আরও বলেন, ''আমি অনেকগুলো বছর ধরে এই দলটার সঙ্গে রয়েছি। প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি দলের সঙ্গে। এই দলে প্রত্যেকের মন্তব্যের সমান গুরুত্ব রয়েছে। প্রত্যেকে তাঁদের বক্তব্য রাখতে পারে। আমাদের প্রথম ম্যাচ আরসিবির বিরুদ্ধে। আমরা জানি তাঁরা কেমন খেলতে পারে। আমাদের সেরা একাদশ নামানোই থাকবে মূল উদ্দেশ্য।''
দিল্লি শিবিরে বাংলার অভিষেক
বাংলার জার্সিতে অভিষেকের পর থেকেই নজর কেড়েছেন। ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) বাংলা ছাড়ার পর উইকেটের পেছনে ভরসা জুগিয়েছেন যেমন, তেমনই ব্য়াট হাতেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি। এবার আইপিএলেও (IPL 2023) ডাক পেয়ে গেলেন বাংলার তরুণ উইকেট কিপার ব্য়াটার অভিষেক পোড়েল (Abhishek Porel)। কিছুদিন আগে কলকাতায় দিল্লির যে ক্যাম্প হয়েছিল, সেখানে উপস্থিত ছিলেন দিল্লি দলের টিম ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের চোখে দেখেছিলেন তরুণ এই ক্রিকেটারকে। তখনই আভাস পাওয়া গিয়েছিল যে পন্থের পরিবর্ত হিসেবে অভিষেককেই নেওয়া হতে পারে। শেষ পর্যন্ত সেই খবরে সিলমোহর পড়ে গেল। এখনও পর্যন্ত মাঠে নামার সুযোগ না হলেও পাঞ্জাব কিংস দলে নিয়েছিল গত বছর অভিষেকের দাদা বাংলার পেস বোলার ঈশান পোড়়েলকে।
যদিও অভিষেকের সঙ্গে দৌড়ে ছিলেন শেল্ডন জ্যাকসন, বিবেক সিংহয়ের মত ক্রিকেটার। কিন্তু শেষ পর্যন্ত অভিষেককেই বেছে নেওয়া হয়। ১৬টি প্রথম শ্রেণির ম্যাচে ৬৯৫ রান করেছেন অভিষেক। রয়েছে ঝুলিতে ৬টি অর্ধশতরান। গড় ৩০.২১। লিস্ট এ ক্রিকেটেও তিনটি ম্যাচ খেলেছেন অভিষেক। খেলেছেন তিনটি টি-টোয়েন্টিও। গত রঞ্জিতে বেশ কয়েকটি ম্যাচে ব্যাট হাতে লোয়ার অর্ডারে ভরসা জুগিয়েছেন বাংলা দলকে। শাহবাজ আহমেদের সঙ্গে লোয়ার অর্ডারে জুটি বেঁধে বোর্ডে রান তুলেছেন তরুণ অভিষেক।