KL Rahul : ব্যাটার গেইল, ক্যাপ্টেন কোহলিকে টেক্কা, আইপিএলে ৪ হাজার রান কেএল রাহুলের
IPL 2023 : আইপিএলের মঞ্চে অধিনায়ক হিসেবে মাত্র ৪৭ হিসেবে ২ হাজার রানের গণ্ডি টপকেছেন কেএল রাহুল। এতদিন যে কীর্তি ছিল বিরাট কোহলির দখলে। ৫৯ ইনিংস লেগেছিল তাঁর।
লখনউ : আইপিএলের (IPL) রেকর্ড-খাতায় নাম তুলে ফেললেন কেএল রাহুল (KL Rahul)। ক্রিস গেইলকে (Chris Gayle) টপকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাটারদের মধ্যে দ্রুততম ৪ হাজার রানের গণ্ডি টপকে গেলেন লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) অধিনায়ক। পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ম্যাচে দুরন্ত অর্ধশতরান হাঁকিয়েছেন কেএল। ৫৬ বলে ৭ টি চার ও ১ টি ছক্কার সাহায্যে ৭৪ রানের ইনিংস খেলেন তিনি।
যে ইনিংসে ৩০ রান করার পরই ৪ হাজার রানের গণ্ডি টপকে যান তিনি। এবারের আইপিএলে কেএল রাহুলের এটিই প্রথম অর্ধশতরান। আর যে হাফ সেঞ্চুরির পথে আইপিএলের মঞ্চে তাঁর ১০৫ তম ইনিংসে ৪ হাজার রানের গণ্ডি টপকে গিয়েছেন তিনি। যা এখনও পর্যন্ত দ্রুততম। এর আগে আইপিএলে ১১২ ইনিংসে দ্রুততম ৪ হাজার রান করার নজির ছিল ক্রিস গেইলের দখলে।
কাপতান কেএল এদিন টপকে গিয়েছেন ক্যাপ্টেন কোহলিকেও। আইপিএলের মঞ্চে অধিনায়ক হিসেবে মাত্র ৪৭ হিসেবে ২ হাজার রানের গণ্ডি টপকেছেন কেএল রাহুল। এতদিন যে কীর্তি ছিল বিরাট কোহলির দখলে। অধিনায়ক হিসেবে ৫৯ ইনিংসে ২ হাজার রানের গণ্ডি পেরিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)।
ব্যাটার কেএল রাহুলের আইপিএলের মঞ্চে নজিরে ঝুলি অবশ্য কম নেই। দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ৩ হাজার রানের গণ্ডি টপকেছিলেন তিনি। যে পথে নিয়েছিলেন ৮০ ইনিংস। একই সংখ্যক ইনিংস ৩ হাজারের রানের গণ্ডিতে পৌঁছেছিলেন ক্রিস গেইলও। পাশাপাশি ২০২০ সালে আইপিএলে দ্রুততম ২ হাজার রানের গণ্ডি টপকানোর নজির রয়েছে কে এল রাহুলের দখলে। যে কীর্তি গড়তে তিনি নিয়েছিলেন মাত্র ৬০ ইনিংস। যে পথে ৬৩ ইনিংস খেলে আইপিএলে ২ হাজার রানের গণ্ডি টপকানো সচিন তেন্ডুলকারকে টেক্কা দিয়েছিলেন তিনি।
২০১৮ সাল থেকে টানা পাঁচ আইপিএলে একমাত্র ব্যাটার হিসেবে প্রত্যেকবার ৫০০-র বেশি রান করার অনন্য নজিরও রয়েছে কেএল রাহুলের ঝুলিতেই। ২০২০ মরসুমে তৎকালীন পাঞ্জাব কিংসের ক্রিকেটার রাহুল ৬৭০ রান করে জিতেছিলেন মরসুমের সর্বোচ্চ রান সংগ্রাহকারকের অরেঞ্জ ক্যাপ টুপিও।
View this post on Instagram
আরও পড়ুন- বেঙ্গালুরুর নেটে বোলিং থেকে অভিষেকে দিল্লিকে ছারখার, কে এই বিজয় বিশাখ ?