Sachin Praises Subhman : শুভমনের শতরানে খুশির রেশ তেন্ডুলকার পরিবারে, বিশেষ বার্তা সচিনের
IPL 2023 : মজার ছলে সচিন ট্যুইটারে লেখেন, 'ক্যামরন গ্রিন ও শুভমন গিল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুরন্ত ব্যাটিং করেছে।'
ব্যাঙ্গালুরু : আইপিএলের প্লে-অফে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। সৌজন্যে শুভমন গিল (Subhman Gill) ! চিন্নাস্বামীতে শুভমনের ব্যাটিং তাণ্ডবের রেশ আছড়ে পড়ল আরব সাগরের তিরেও। ভৌগলিক দূরত্বের বিচার হাজার খানেক কিলোমিটার দূরে হলেও মুম্বই মাতল সেলিব্রেশনে। গুজরাত টাইটান্সের ব্যাটারের দুর্ষর্ধ শতরানের সুবাদে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Royal Challengers Bangalore) হারানোয় তারা ছিটকে গেল প্লে-অফ সমীকরণ থেকে। আর পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই পেয়ে গেল চেন্নাইয়ে এলিমিনেটরের টিকিট।
আর শানদার শুভমনের পিঠ চাপড়ে দিলেন খোদ মাস্টার ব্লাস্টার। শুধু প্রশংসাই নয়, দিলেন বিশেষ বার্তাও। মজার ছলে সচিন ট্যুইটারে লেখেন, 'ক্যামরন গ্রিন ও শুভমন গিল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুরন্ত ব্যাটিং করেছে।' প্রসঙ্গত, রবিবার আইপিএলের গ্রুপপর্বের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে মুম্বই হারায় গ্রিনের দুরন্ত শতরানে ভর করে। যদিও তখনও পাকা হয়নি প্লে-অফের টিকিট। ৫২ বলে শুভমনের চোখ ধাঁধানো অপরাজিত ১০৪ রানের সুবাদেই যা পাকা হয়। স্বাভাবিক কারণেই শুভমনের ইনিংসের সুবাদে স্বস্তি ও খুশির রেশ মুম্বই শিবিরে। তেন্ডুলকর পরিবারেও যে তার অন্যথা নয়, সেটা স্পষ্ট সচিনের বার্তাতেও।
প্রসঙ্গত, সচিনের বার্তার পর অবশ্য সোশালে জারি অন্য কথাও। কানাঘুষোতে ঘুরছে, সচিনের মেয়ে সারা তেন্ডুলকারকে ডেট করছেন শুভমন গিল। যদিও কেউই প্রকাশ্যে তা নিয়ে কোনও কথা বলেলনি। সচিন তেন্ডুলকারের ব্যাটার শুভমনন গিলের প্রশংসার পর অবশ্য মজার রেশ ছড়িয়েছে সোশালে।
তবে শুধু গ্রিন ও শুভমনেরই নয়, আরসিবি-র মরণ-বাঁচন ম্যাচে বিরাট কোহলির দুরন্ত শতরানও প্রশংসা কুড়িয়ে নিয়েছে সচিন তেন্ডুলকারের। পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্স দলের মেন্টর মাস্টার ব্লাস্টারের ফ্র্যাঞ্চাইজি দলকে বার্তা, প্লে-অফের জন্য তৈরি হও।
.@CameronGreen_ & @ShubmanGill batted well for @mipaltan. 😜
— Sachin Tendulkar (@sachin_rt) May 21, 2023
Amazing innings by @imVkohli too to score back-to-back 100’s. They all had their methods & were in the class of their own.
So happy to see MI in the playoffs. Go Mumbai. 💙 #AalaRe #MumbaiMeriJaan #IPL2023 pic.twitter.com/D5iYacNEqc
উল্লেখ্য, শুধুমাত্র সচিন তেন্ডুলকারই নন, সুনীল গাভাসকার, বীরেন্দ্র সহবাগ থেকে যুবরাজ সিংহ, সকলেই মজেছেন শুভমন গিলের দুরন্ত ইনিংসে।
বিরাট কোহলি ও শুভমানের ইনিংসের প্রশংসা করেছেন সহবাগ। আবার গাভাসকারের কথায়, আরসিবি হেরেছে দুরন্ত প্রতিভাবান এক ব্যাটারের দুর্ধর্ষ ইনিংসের কাছে। যে হারের লজ্জার কিছু নেই। বরং শুভমনের ইনিংসের জন্য থাকবে বাহবা।
আরও পড়ুন: গরমের মরসুমে ত্বকের যত্নে ব্যবহার করুন অ্যালোভেরা, সমাধান পাবেন এইসব সমস্যা থেকে