IPL 2023: 'ঘরের মাঠে' বঞ্চনার জবাব দেওয়ার হাতছানি ঋদ্ধিমানের সামনে
Wriddhiman Saha: ঋদ্ধির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিএবি-র যুগ্মসচিব। এতে আঘাত পেয়ে ঋদ্ধি, ঘরোয়া মরসুম শুরুর আগে বাংলা ত্যাগ করার সিদ্ধান্ত নেন।
কলকাতা: প্রবল তিক্ততা নিয়ে বাংলা ছেড়েছিলেন। একদা যে ইডেন গার্ডেন্সে তাঁর ঘরের মাঠ ছিল, সেই ইডেনেই কাল আবার মাঠে নামতে চলেছেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। দীর্ঘদিন বাংলার হয়ে খেলেছেন তিনি। খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়েও। তবে আজ গুজরাত টাইটান্স (Gujarat Titans) যখন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামবে, তখন হোম না বরং অ্যাওয়ে দলের সাজঘরেই বসবেন ঋদ্ধি।
গতবারের আইপিএল চ্যাম্পিয়ন দলের অবিচ্ছেদ্য অঙ্গ অঙ্গ ঋদ্ধি। দস্তানা হাতে উইকেটের পিছনে কিপিংয়ের দায়িত্ব পালন করার পাশাপাশি দলের হয়ে ওপেনিংয়ে বেশ প্রভাবিত করেছেন তারকা। সাত ম্যাচে ১৩৩-র অধিক স্ট্রাইক রেটে ১৪১ রান করেছেন তিনি। তাঁর ব্যাটে ভর করেই আগ্রাসী মেজাজে ইনিংসের শুরুটা করতে পারছে গুজরাত। তবে নিজেকে কিন্তু ব্যাটারের আগে কিপারই ভাবেন ঋদ্ধি। ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট সেই কথা জানিয়েও দিলেন।
ঋদ্ধির বাংলা ত্যাগ
ঋদ্ধির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিএবি-র যুগ্মসচিব। এতে আঘাত পেয়েছিলেন ঋদ্ধি, সে কারণেই ঘরোয়া মরসুম শুরুর আগে বাংলা ত্যাগ করার সিদ্ধান্ত নেন তিনি। বর্তমানে ঘরোয়া ক্রিকেটে ত্রিপুরার হয়ে খেলেন তিনি। অথচ এই ঋদ্ধিই কিন্তু সন্তান ও স্ত্রী করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও কাল গুজরাতের হয়ে মাঠে নামতে চলেছেন। যে রাজ্য সংস্থার কর্মকর্তারা তাঁর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই রাজ্যের মাঠেই বঞ্চনার জবাব দেওয়ার বড় সুযোগ ঋদ্ধির সামনে।
আরও পড়ুন: লাগবে না এসি, ফ্যানের সঙ্গে কীভাবে বরফ রাখলে ঠান্ডা হয় ঘর, জানুন সেই পদ্ধতি
তবে এসব তিক্ততা আর মনে রাখতে চান না তিনি। সাংবাদিক সম্মেলনে ঋদ্ধি বলেন, 'এখন তো আমি অ্যাওয়ে দলের হয়ে খেলি। কলকাতা আমার ঘরের মাঠ ছিল বটে। আমি এখানে প্রচুর ম্যাচও খেলেছি। তবে এখন মোতেরাই আমার ঘরের মাঠ। গুজরাতকে ম্যাচ জেতানোই আমার একমাত্র লক্ষ্য।'
নতুন দিন নতুন ম্যাচ
এ মরসুমে গুজরাত-কেকেআরের প্রথম সাক্ষাতে এক ঐতিহাসিক ম্যাচের সাক্ষী ছিল ক্রিকেটবিশ্ব। দু'শোর অধিক রান তাড়া করতে নেমে শেষ ওভারে রিঙ্কু সিংহ যশ দয়ালের বিরুদ্ধে পরপর পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকিয়ে কেকেআরকে এক স্মরণীয় ম্যাচ জিতিয়েছিলেন। এই ম্যাচের পর যশ দয়ালের ওজন কমে গিয়েছে, তিনি শারীরিকভাবে খানিকটা অসুস্থ বলেও জানিয়েছিলেন গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ঋদ্ধি এদিন জানান যশ আগের থেকে অনেকটাই সুস্থ। তবে তাঁর অসুস্থতা কোনওভাবেই ওই ম্যাচে পাঁচ ছক্কার সঙ্গে যুক্ত নয়।
পাশাপাশি সেই ম্যাচের ফলাফল শনিবারের ম্যাচে কোনও প্রভাব ফেলবে বলেও মনে করছেন না ঋদ্ধি। তিনি বলেন, 'হার-জিত তো খেলারই অঙ্গ। রিঙ্কু ভাল ব্যাট করেছিল, যশের ইয়র্কার সঠিক জায়গায় পরেনি। ওটা রিঙ্কুর দিন ছিল। এমনটা হাজার বা লাখে একবার হয়। তবে সেই ম্যাচের প্রভাব কোনওভাবেই কালকের ম্যাচে পড়বে না।'
কালকের ম্যাচে কি ঋদ্ধি জ্বলে উঠবেন? নাইটদের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের বদলা নিতে পারবে গুজরাত টাইটান্স? না কি কেকেআর নাগাড়ে দ্বিতীয় ম্যাচ জিতবে, সেটাই এখন দেখার বিষয়।
আরও পড়ুন: আবার জ্বলে উঠবেন রিঙ্কু, না ঝড় তুলবেন ঋদ্ধি? কোথায়, কখন দেখবেন কেকেআর-গুজরাত ম্যাচ?