IPL 2023: আবার জ্বলে উঠবেন রিঙ্কু, না ঝড় তুলবেন ঋদ্ধি? কোথায়, কখন দেখবেন কেকেআর-গুজরাত ম্যাচ?
KKR vs GT: দুই দলের শেষ সাক্ষাৎকারে রিঙ্কু সিংহ যশ দয়ালের বিরুদ্ধে ইনিংসের শেষ ওভার পাঁচ ছক্কায় কেকেআরকে ম্যাচ জিতিয়েছিলেন।
কলকাতা: গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও গুজরাত টাইটান্সের (Gujarat Titans) মধ্যে এক ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থেকেছিলেন ক্রিকেটপ্রেমীরা। শেষ ওভারে যশ দয়ালের বিরুদ্ধে পাঁচ ছক্কা হাঁকিয়ে রিঙ্কু সিংহের কেকেআরকে জেতানোর স্মৃতি, সকলের স্মৃতিতে এখনও তাজা। এরই মধ্যে আজ, শনিবার মরসুমে দ্বিতীয়বার একে অপরের মুখোমুখি হচ্ছে কেকেআর ও গুজরাত। তবে এবার নাইটদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে।
একদিকে যেখানে গুজরাতের এই ম্যাচ জিতে লিগ শীর্ষে পৌঁছনোর হাতছানি রয়েছে, সেখানে প্লে-অফের দৌড়ে বজায় থাকার জন্য কেকেআরের এই ম্যাচ জেতা ভীষণ জরুরি।
কবে খেলা
আজ ২৯ এপ্রিল, শনিবার কেকেআর ও গুজরাত টাইটান্স একে অপরের মুখোমুখি হবে
কোথায় খেলা
আজকের খেলাটি হবে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে
কখন শুরু ম্যাচ
এই ম্যাচটি শুরু হবে দুপুর ৩.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে, অর্থাৎ ৩টেয় টস হবে
কোথায় দেখবেন?
টিভিতে স্টার স্পোর্টসের একাধিক চ্যানেলে আইপিএলের এই ম্যাচটি দেখা যাবে
অনলাইনে কোথায় দেখা যাবে?
অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্সের এই ম্যাচটি
পিচ পরিস্থিতি
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে সাহসিকতার পরিচয় দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ইডেনে শনিবার যে পিচে তারা গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলছে, সেই বাইশ গজেই সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে খেলেছিল। যে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে উঠেছিল ৪৩৩ রান। সেঞ্চুরি করেছিলেন হায়দরাবাদের হ্যারি ব্রুক। ইডেনে তিন ম্যাচে এখনও পর্যন্ত প্রথম ইনিংসে গড়ে ২২২ রান উঠেছে যা টুর্নামেন্টে সর্বোচ্চ। তাই এই ম্যাচে ফের একবার বড় রানের সম্ভাবনা রয়েছে। তবে ইডেনে কিন্তু ফাস্ট বোলারদের (ইকোনমি ১০.৯) তুলনায় স্পিনাররা (ইকোনমি ৮.৭) তুলনামূলক কম রান খরচ করেছেন। তাই ফের একবার কেকেআরের স্পিন ত্রয়ীর এই ম্যাচে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।
আরও পড়ুন: লাগবে না এসি, ফ্যানের সঙ্গে কীভাবে বরফ রাখলে ঠান্ডা হয় ঘর, জানুন সেই পদ্ধতি
ফিট শার্দুল
এই ম্য়াচের আগেই পারিবারিক কারণে লিটন দাস বাংলাদেশে ফিরে গেলেও, ফিট হয়ে উঠেছেন নাইটদের তারকা অলরাউন্ডার শার্দুল ঠাকুর। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য বেশ টানা তিনটি ম্যাচ খেলতে পারেননি তিনি। কেকেআর শিবির সূত্রে যা খবর, তাতে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শনিবার প্রথম একাদশে দেখা যেতে পারে শার্দুলকে। তিনি ম্যাচ ফিট হয়ে গিয়েছেন। শুক্রবার দলের ঐচ্ছিক অনুশীলনে এসেছিলেন শার্দুল। দীর্ঘক্ষণ নেটে বোলিং করেন ডানহাতি পেসার। বেশ কয়েকবার স্টাম্প ছিটকে দিতেও দেখা যায় তাঁকে।
'ঘরের মাঠে' অ্যাওয়ে ম্যাচ
'ঘরের মাঠে' ফিরেছেন ঋদ্ধিমান। যে মাঠ থেকে তাঁর সুপারম্যান হওয়ার যাত্রা শুরু হয়েছিল, ভারতীয় ক্রিকেটেও নিজেকে প্রতিষ্ঠিত করার সূচনা হয়েছিল, সেই মাঠেই ম্যাচ খেলবেন। শিলিগুড়ির ক্রিকেটার অবশ্য ইডেনকে আর নিজের হোমগ্রাউন্ড বলতে চান না। কিছুটা অভিমানেই কি?
শনিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ কেকেআরের। তার আগের দিন সাংবাদিক বৈঠকে ঋদ্ধি বললেন, 'ইডেন এখন আমার হোমগ্রাউন্ড নয়। আইপিএলে গুজরাতের হয়ে খেলি। মোতেরা এখন আমার ঘরের মাঠ। ইডেনে অ্যাওয়ে ম্যাচ খেলতে এসেছি। তবে কলকাতা আমার শহর। প্রচুর ম্যাচ খেলেছি এই মাঠে। কেকেআরের বিরুদ্ধে জিততে বদ্ধপরিকর।'
আরও পড়ুন: তিন প্রাক্তন নাইট দিয়েই কেকেআরের স্বপ্ন ধ্বংস করার ছক কষছে গুজরাত