IPL 2024: কেকেআর ও গুজরাতের জয়ের পর পয়েন্ট টেবিলের সাপ লুডোর খেলায় কে এগিয়ে, কে পিছিয়ে?
IPL Points Table: কেকেআরের বিরুদ্ধে হারের পর মোটামুটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য প্লে অফের রাস্তা প্রায় বন্ধই হয়ে গেল। এখও পর্যন্ত খাতায় কলমে এই দলটি প্লে অফের দৌড় থেকে ছিটকে যায়নি।
![IPL 2024: কেকেআর ও গুজরাতের জয়ের পর পয়েন্ট টেবিলের সাপ লুডোর খেলায় কে এগিয়ে, কে পিছিয়ে? IPL 2024: after gujrat titans beat punjab kings what is the scenario on points table get to know IPL 2024: কেকেআর ও গুজরাতের জয়ের পর পয়েন্ট টেবিলের সাপ লুডোর খেলায় কে এগিয়ে, কে পিছিয়ে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/22/09203c7c710d9765f43d9116905c448b1713725410737206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্স জয় ছিনিয়ে নিল আরসিবির বিরুদ্ধে। অন্য়দিকে নিজেদের ঘরের মাঠে হারতে হল পাঞ্জাব কিংসকে। গুজরাত টাইটান্স তাদের হারিয়ে দিল ৩ উইকেটে। রবিবার এই দুটো ম্য়াচের পর আইপিএলের পয়েন্ট টেবিলে কোন দল কোথায় দাঁড়িয়ে, দেখে নিন-
দল | ম্য়াচ | জয় | হার | পয়েন্ট |
রাজস্থান রয়্যালস | ৭ | ৬ | ১ | ১২ |
কলকাতা নাইট রাইডার্স | ৭ | ৫ | ২ | ১০ |
সানরাইজার্স হায়য়দরাবাদ | ৭ | ৫ | ২ | ১০ |
চেন্নাই সুপার কিংস | ৭ | ৪ | ৩ | ৮ |
লখনউ সুপার জায়ান্টস | ৭ | ৪ | ৩ | ৮ |
গুজরাত টাইটান্স | ৮ | ৪ | ৪ | ৮ |
মুম্বই ইন্ডিয়ান্স | ৭ | ৩ | ৪ | ৬ |
দিল্লি ক্যাপিটালস | ৮ | ৩ | ৫ | ৬ |
পাঞ্জাব সুপার কিংস | ৮ | ২ | ৬ | ৪ |
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | ৮ | ১ | ৭ | ২ |
রবিবার কেকেআরের বিরুদ্ধে হারের পর মোটামুটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য প্লে অফের রাস্তা প্রায় বন্ধই হয়ে গেল। এখও পর্যন্ত খাতায় কলমে এই দলটি প্লে অফের দৌড় থেকে ছিটকে না গেলেও সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এখনও পর্যন্ত মাত্র একটি ম্য়াচই জিতেছে তারা চলতি টুর্নামেন্টে। পাঞ্জাব নয় নম্বরে রয়েছে। তারা আজকের ম্য়াচেও হেরে যাওয়ার পর ঝুলিতে মাত্র ২ টো জয় নিয়ে প্লে অফের দৌড়ে টিমটিম করে এগোচ্ছে। এখনও পর্যন্ত সাত ম্য়াচের মধ্য়ে ছয় ম্য়াচ জিতে ঝুলিতে ১২ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস। দ্বিতীয় স্থানে কেকেআর। তৃতীয় স্থানে থাকা সানরাইজার্সও সাত ম্য়াচে ১০ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে। তবে রান রেটে কেকেআর কিছুটা এগিয়ে রয়েছে তাদের থেকে। চেন্নাই ও লখনউ পরপর চার ও পাঁচ নম্বরে। দুটো দলই আট পয়েন্ট করে ঝুলিতে পুরেছে। কিন্তু ধোনির দল রান রেটে এগিয়ে রয়েছে রাহুলের লখনউয়ের থেকে। গুজরাত ছয় নম্বরে আজকের জয়ের পর। মুম্বই সাত নম্বরে রয়েছে। তারা ৭ ম্য়াচে খেলতে নেমে ৩ ম্য়াচ জিতেছে।
এদিন প্রথম ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে কেকেআর বোর্ডে তুলেছিল ৬ উইকেট হারিয়ে ২২২ রান। কিন্তু রান তাড়া করতে নেমে মাত্র ১ রানে হেরে যেতে হয় আরসিবিকে। অন্য়দিকে দ্বিতীয় ম্য়াচে পাঞ্জাব নিজেদের ঘরের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ১৪২ রানে অল আউট হয়ে গিয়েছিল। সাত উইকেট হারিয়ে সেই ম্য়াচ জিতে যায় গুজরাত।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)