IPL 2024: আগের মতোই বল ওড়াচ্ছে পন্থ, সার্টিফিকেট দিল্লি ক্যাপিটালসের কোচ পন্টিংয়ের
Delhi Capitals: বৃহস্পতিবার বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক।
বিশাখাপত্তনম: ট্রফি খরা কাটাতে তাঁকে দলের কোচ হিসাবে দায়িত্ব দিয়েছিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। তবে রিকি পন্টিং (Ricky Ponting) সাফল্যের সুলুকসন্ধান দিতে পারেননি। দিল্লি ক্যাপিটালস তাঁর প্রশিক্ষণেও আইপিএল (IPL 2024) ট্রফির দেখা পায়নি।
বৃহস্পতিবার বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক। পন্টিং বলেছেন, 'প্রস্তুতি শিবিরে যোগ দিয়ে ভীষণ রোমাঞ্চকর, প্রতিশ্রুতির ছবি দেখেছি। দিল্লি ক্যাপিটালস পরিবারে যোগ দিয়ে ভাল লেগেছে।' অস্ট্রেলিয়ার কিংবদন্তি আরও বলেছেন, 'সবে শুরু হল। শুরুতেই নিজেদের সেরাটা প্র্যাক্টিসে দেখাতে পারব, সেরকম আশা করছি না। প্রথম ম্যাচ নিয়েও এখন থেকে ভাবছি না।'
প্র্যাক্টিসে পন্টিংয়ের সেরা প্রাপ্তি, ঋষভ পন্থকে (Rishabh Pant) সামনে থেকে দেখা। প্র্যাক্টিস করতে দেখা। গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হওয়ার পর থেকে ১৪ মাস মাঠের বাইরে ছিলেন। ১৪ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন পন্থ। দিল্লি ক্যাপিটালসের হেড কোচ বলেছেন, 'গত বছর ওর অভাব ভীষণরকমভাবেই টের পেয়েছি। গোটা টুর্নামেন্টটাই ওকে মিস করেছে। ঋষভ দলে ভীষণ প্রাণশক্তি বয়ে আনে। ওর মুখে হাসি লেগেই রয়েছে। ও আগের মতোই বল মারছে। গোটা দলের মনোবল চাঙ্গা করে দিতে পারে ও।'
When the R in ASMR stands for Roar 🐯 #YehHaiNayiDilli #TATAIPL pic.twitter.com/HMhBbqufX8
— Delhi Capitals (@DelhiCapitals) March 16, 2024
এবার দলের মনোভাব কী থাকবে? পন্টিং বলেছেন, 'কোনও আলাদা মনোভাব নয়। একই মনোভাব থাকবে। তবে এই মরশুমে আমি নিজে আরও মনোযোগ নিয়ে ঝাঁপাব। প্রত্যেকবারই আইপিএল জয়ের লক্ষ্য নিয়েই নামি। এবারও সেটা বদলাচ্ছে না। আমি চাই দলের সকলে সেই মনোভাব নিয়েই নামুক। আমার দায়িত্ব হল দলকে আইপিএল ট্রফি দেওয়া। আমরা যা কিছুই করি, প্রত্যেক ট্রেনিং সেশনে, প্রত্যেক বৈঠকে, প্রত্যেকটা রিকভারি সেশনে, প্রত্যেক কথাবার্তায় দলের উন্নতির চেষ্টা করা হয়। তাতেই জেতার সুযোগ সবচেয়ে বেশি থাকে।'
আরও পড়ুন: বিরাটই ব্রহ্মাস্ত্র, আকাশ ছুঁতে পারে আকাশ, স্পিন বিভাগ আইপিএলে কাঁটা আরসিবির
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে