IPL 2024: এখনও ফাইনাল খেলার আশায় দিল্লি ক্যাপিটালস, কোন অঙ্কে? কী বললেন ওয়ার্নার?
David Warner: আগামী বুধবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস। আট ম্য়াচে খেলে মাত্র ৩টি ম্য়াচ জিতেছে পন্থ বাহিনী।
নয়াদিল্লি: আট ম্য়াচে মাত্র তিনটি জয়। আগামীকাল গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। ঋষভ পন্থের মাঠে প্রত্যাবর্তন ছাড়া এই মরশুমে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) শিবিরের ইতিবাচক দিক আর সেরকম কিছু নেই বললেই চলে। প্লে অফের রাস্তা এখন বেশ কঠিন করে ফেলেছে দিল্লি। কিন্তু তবুও দল আশাবাদী। দিল্লি শিবিরের অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নার বলেন, "দল হিসেবে আমরা যেই জায়গায় থাকতে চেয়েছিলাম। সেখানে নেই আমরা। আমরা এখান থেকে বাকি ম্য়াচগুলো নিঃসন্দেহে জিততে চাই। আমরাও ফাইনালে প্রতিদ্বন্দ্বীতা করতে চাই। তার জন্যই পরবর্তী ম্য়াচগুলো জিততে হবে। আশা করি গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আমরা ভাল খেলতে পারব।''
বাঁহাতি অজি ওপেনার আরও বলেন, ''আমরা চলতি টুর্নামেন্টে ধীরে ধীরে ব্যাটিং, বোলিংয়ে উন্নতি করেছি। আমরা যদি প্রতিপক্ষকে কম রানের মধ্যে আটকে রাখতে পারি, তবে তা আমাদের জন্যই ভাল হবে। আর যদি আমরা প্রথমে ব্যাট করি, তবে বোর্ডে বড় রান তুলে নিতে পারি, তবে আমাদের পক্ষে কাজটা সহজ হবে।''
জ্যাক ফ্রেসার ম্য়াকগ্রুক ও অভিষেক পোড়েল ২ তরুণ ক্রিকেটারই দিল্লির জার্সিতে নজর কেড়েছেন। তাঁদের নিয়ে কথা বলতে গিয়ে বিশ্বকাপজয়ী অজি ওপেনার বলেন, ''অভিষেক প্রথম ম্যাচে একাদশেও ছিল না। কিন্তু দ্রুত আমাদের উইকেট পড়ে যাওয়ার পর ও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছিল। হয়ত ৯ বল খেলারই সুযোগ পেয়েছিল পোড়েল। সেখানেই ৩০ রান করে ফেলেছিল ও। সেটিই খেলার গতি প্রকৃতি বদলে দেয়। ও দারুণ খেলেছিল। এরপরও অন্য়ান্য ম্য়াচে এভাবেই খেলেছে অভিষেক। ও দারুণ একজন তরুণ প্লেয়ার আমাদের দলের।''
View this post on Instagram
আগামী বুধবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস। এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট টেবিলে আট নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। গুজরাত অন্য়দিকে ছয় নম্বরে রয়েছে, আট ম্য়াচে চারটি ম্য়াচ জিতে। গতকাল রাজস্থান মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর তারা এই মুহূর্তে শীর্ষস্থান বজায় রেখেছে। প্লে অফের দৌড়েও প্রথম দল হিসেবে পা রাখার পথে স্যামসন বাহিনী।