IPL 2024: বাড়িতে হরিনাম সংকীর্তন করছেন হার্দিক-ক্রুণাল, ভাইরাল হল ভিডিও
Hardik and Krunal Pandya: শান্তির খোঁজে ঈশ্বরের দ্বারস্থ হলেন হার্দিক? একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। সেখানে হার্দিককে দেখা যাচ্ছে হরিনাম সংকীর্তন করতে। রয়েছেন দাদা ক্রুণাল পাণ্ড্যও।
![IPL 2024: বাড়িতে হরিনাম সংকীর্তন করছেন হার্দিক-ক্রুণাল, ভাইরাল হল ভিডিও IPL 2024 Hardik Pandya and Krunal Pandya chant name of Lord Krishna Mumbai Indians Lucknow Super Giants IPL 2024: বাড়িতে হরিনাম সংকীর্তন করছেন হার্দিক-ক্রুণাল, ভাইরাল হল ভিডিও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/10/2703636ea54d549cdf63e6289ede1d4f171274306165350_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: আইপিএল (IPL 2024) চলছে জোর কদমে। আর টুর্নামেন্টের প্রথম দুই সপ্তাহে যাঁকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা চলছে, সমালোচনায় বিদ্ধ করা হচ্ছে নিরন্তর, তিনি হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে যাঁর হাতে নেতৃত্বের ভার তুলে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। আর তারপর থেকে সমালোচনার ঝড় উঠেছে। প্রত্যেক মুহূর্তে হার্দিককে ফেলা হচ্ছে আতসকাচের তলায়।
এবার কি শান্তির খোঁজে ঈশ্বরের দ্বারস্থ হলেন হার্দিক? বঢোদরার অলরাউন্ডারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। সেখানে হার্দিককে দেখা যাচ্ছে হরিনাম সংকীর্তন করতে। তবে তিনি একা নন, রয়েছেন দাদা ক্রুণাল পাণ্ড্যও। দুই ভাই হলেও আইপিএলে তাঁরা একে অপরের প্রতিপক্ষ। হার্দিক খেলছেন মুম্বই ইন্ডিয়ান্সে। আর ক্রুণাল খেলছেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে। বঢোদরার দুই ক্রিকেটারেরই মুম্বইয়ে বাড়ি রয়েছে। সেখানেই হরিনাম সংকীর্তনের আয়োজন করেছিলেন তাঁরা।
Hardik Pandya and his brother organize a Krishna Sankirtan at their home. pic.twitter.com/thcsZPWG7v
— Vipin Tiwari (@Vipintiwari952_) April 9, 2024
ভিডিওতে দেখা যাচ্ছে, দুই ভাই পরেছেন ভারতীয় ট্র্যাডিশনাল পোশাক। শর্ট কুর্তা, পাজামা। দুজনের হাতেই ধরা মাইক্রোফোন। হার্দিক খোলা গলায় গাইছেন, 'হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে...'। তারপরই দেখা যায় তাঁর সঙ্গে গলা মেলাচ্ছেন ক্রুণালও। বাড়িতে অতিথি সমাগমও হয়েছিল। হার্দিকের পুত্রসন্তান অগ্যস্তও পরেছিল পাজামা-পাঞ্জাবি। বিশাল ড্রয়িংরুমে মিউজিক সিস্টেমে বাজছিল নাম সংকীর্তন। তালে তালে নাচতেও শুরু করেন হার্দিক।
মাঠে হার্দিকের দলের ভাগ্যের চাকাও যেন সামান্য ঘুরতে শুরু করেছে। টানা তিন হারের পর ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পয়েন্ট টেবিলেও খাতা খুলেছে তারা। ক্রুণালের লখনউ সুপার জায়ান্টস অবশ্য ভাল জায়গায় রয়েছে। টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে লখনউ। ৪ ম্যাচের শেষে ৬ পয়েন্ট কে এল রাহুলের নেতৃত্বাধীন দলের। তবে দলের সাড়া ফেলে দেওয়া ফাস্টবোলার ময়ঙ্ক যাদবের চোট কিছুটা চিন্তায় রেখেছে লখনউ শিবিরকে।
আরও পড়ুন: পয়েন্ট টেবিলের সাপ-লুডোর খেলায় কে কোথায় দাঁড়িয়ে সানরাইজার্স-পাঞ্জাব ম্যাচের পর?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)