Jonny Bairstow জনি জনি, চার-ছক্কা! ইডেনে নাইটদের আতঙ্ক বাড়িয়ে সেঞ্চুরি ইংরেজ তারকার
KKR vs PBKS: শুক্রবারের আগে পর্যন্ত ৬ ম্যাচে করেছিলেন ৯৬। সর্বোচ্চ? ৪২। ছয় ম্য়াচে তাঁর রান ছিল যথাক্রমে ৯, ৮, ৪২, ২২, ০ ও ১৫।
সন্দীপ সরকার, কলকাতা: বড় আশা নিয়ে তাঁকে দলে রেখে দিয়েছিলেন প্রীতি জ়িন্টা, নেস ওয়াদিয়া, সঞ্জয় বাঙ্গাররা। তিনি নিজের দিনে ম্যাচ জেতাবেন, সেই বিশ্বাসে। কিন্তু সেই ম্যাচ আর আসছিল না। সপ্তদশ আইপিএল দুঃস্বপ্নের মতো কাটছিল জনি বেয়ারস্টোর। শুক্রবারের আগে পর্যন্ত ৬ ম্যাচে করেছিলেন ৯৬। সর্বোচ্চ? ৪২। ছয় ম্য়াচে তাঁর রান ছিল যথাক্রমে ৯, ৮, ৪২, ২২, ০ ও ১৫।
সেই জনি বেয়ারস্টো (Jonny Bairstow) ছন্দে ফেরার জন্য বেছে নিলেন এমন একটি বোলিং আক্রমণকে, যাদের টুর্নামেন্টে অন্যতম সেরা মনে করা হয়। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই জ্বলে উঠলেন জনি। ৪৫ বলে সেঞ্চুরি করে ছারখার করলেন নাইটদের বোলিং। ২৬১/৬ তোলার পর যে কেকেআর শিবির জয়ের ব্যাপারে কার্যত নিশ্চিত ছিল, তাদেরই হারের আতঙ্ক উপহার দিলেন ইংরেজ তারকা। কেকেআরের দেওয়া চ্যালেঞ্জ ১৮.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে তুলে ফেলল পাঞ্জাব কিংস।
ম্যাচের সেরার পুরস্কার বেয়ারস্টো ছাড়া আর কাউকে দেওয়াই সম্ভব ছিল না। বেয়ারস্টো বলেন, 'আমাদের শুরুটা ভাল হয়েছিল। সেটাই সাফল্যের মূল কারণ। ওরাও সুনীলের ইনিংসের জন্য ভাল শুরু পেয়েছিল। এত বড় রান তাড়া করতে নামলে ঝুঁকি নিতেই হতো। কখনও সখনও ভাগ্য আপনার পক্ষে যায়, কখনও যায় না। কোনওদিন হয়তো আপনার হল না। যতটা সম্ভব দ্রুত রান তুলতে চেয়েছিলাম। জায়গায় বল পেলে মারতেই হতো। সুনীল যখন বোলিং করছিল, তখন রান ওঠার গতি কমে গিয়েছিল। আমরা জানি ও কেকেআরের কাছে কতটা গুরুত্বপূর্ণ।'
Bairstow blitz powers PBKS to record chase
— IndianPremierLeague (@IPL) April 26, 2024
Relive it 👇#TATAIPL | #KKRvPBKS
সতীর্থ শশাঙ্ক সিংহের প্রশংসাও করেছেন ইংরেজ তারকা। বলেছেন, 'শশাঙ্ক বিশেষ প্রতিভা। ওর খেলা নিয়ে জ্ঞান অসাধারণ। বল ক্লিনহিট করে। ওর ইনিংসটাও স্পেশ্যাল।'
ইডেনে ইংরেজ তারকারা যেন কেকেআরের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। গত আইপিএলে হ্যারি ব্রুকের সেঞ্চুরি কেকেআরকে ম্যাচ হারিয়েছিল। এবার রাজস্থান রয়্যালসের জার্সিতে জস বাটলার নাইটদের পরাজয় উপহার দিয়েছিলেন। শুক্রবার ফের এক ইংরেজ ক্রিকেটারের হাতেই বিধ্বস্ত হতে হল শাহরুখ খানের দলকে। বেয়ারস্টোর ধাক্কায় কাবু নাইটরা।
আরও পড়ুন: শাহরুখের সামনে বিধ্বস্ত নাইটরা, বেয়ারস্টোর তাণ্ডবে ইতিহাস গড়ে জয় পাঞ্জাবের
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।