KKR vs PBKS Match Highlights: শাহরুখের সামনে বিধ্বস্ত নাইটরা, বেয়ারস্টোর তাণ্ডবে ইতিহাস গড়ে জয় পাঞ্জাবের
IPL 2024: ৮ বল বাকি থাকতে লক্ষ্যপূরণ পাঞ্জাবের। আইপিএলে তো বটেই, টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটা সর্বোচ্চ রান তাড়া করে জয়।
সন্দীপ সরকার, কলকাতা: আইপিএলের (IPL 2024) চিত্রনাট্য যে কে লিখে রাখেন, বোঝা দায়।
এই আপনার দল ফেভারিট, তো পরের মুহূর্তেই জ়িরো। এই হয়তো পয়েন্ট টেবিলের তলানিতে, পরের মুহূর্তেই ধাক্কায় চুরমার করে দেবে গ্রুপ শীর্ষে থাকা দলের আত্মবিশ্বাস।
বৃহস্পতিবার পয়েন্ট টেবিলের লাস্ট বয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে জোরাল ধাক্কা খেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ (SRH vs RCB)। তার ২৪ ঘণ্টার ভেতর ফের এক অঘটন। পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা কলকাতা নাইট রাইডার্সকে রেকর্ড রান তাড়া করে ৮ উইকেটে হারাল পাঞ্জাব কিংস (KKR vs PBKS)। পয়েন্ট টেবিলে যারা দশ দলের মধ্যে ৯ নম্বরে। যা দেখে ইডেন গ্যালারি (Eden Gallery) বিমর্ষ। বলাবলি শুরু হয়ে গেল, পচা শামুকে কি পা কাটল কেকেআরের?
ভিভিআইপি বক্সে হাজির টিম মালিক শাহরুখ খান। ব্যাট হাতে তাণ্ডব সুনীল নারাইন ও ফিল সল্টের। নারাইন ৩২ বলে ৭১ ও সল্ট ৩৭ বলে ৭৫ রান করেন। প্রথমার্ধেই একের পর এক রেকর্ড। ইডেনে সর্বোচ্চ রানের ওপেনিং জুটি। আইপিএলের ইতিহাসে ঘরের মাঠে সবচেয়ে বেশি রান কেকেআরের। ২০ ওভারে ২৬১/৬ রানের শিখরে পৌঁছে যাওয়ার পর নাইটদের স্কোরকে দুর্গম দেখাচ্ছিল।
কে আর তখন জানতেন যে, টি-টোয়েন্টি ক্রিকেটে অসাধ্য বলে আজকাল আর কিছু হয় না। রেকর্ডের পাল্টা রেকর্ড। মারের জবাবে মার। আগ্রাসী ক্রিকেটের মন্ত্রেই নাইট শিবিরে অন্ধকার নামালেন প্রীতি জ়িন্টার ক্রিকেটারেরা।
শুরুটা করেছিলেন প্রভসিমরন সিংহ। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নেমে ২০ বলে ৫৪ রান করে পাঞ্জাব ইনিংসের রিংটোনটা সেট করে দিয়ে যান। সেই ভিতের ওপর দাঁড়িয়ে প্রলয়লীলা জনি বেয়ারস্টোর। সঙ্গত করলেন শশাঙ্ক সিংহও। ২৮ বলে ৬৮ রানে অপরাজিত রইলেন শশাঙ্ক।
শুক্রবারের আগে পর্যন্ত যে বেয়ারস্টো কুৎসিত ফর্মে ছিলেন, ৬ ম্যাচে করেছিলেন ৯৬ রান। সর্বোচ্চ? ৪২। ছয় ইনিংসে তাঁর রান ছিল যথাক্রমে ৯, ৮, ৪২, ২২, ০ ও ১৫। সেই বেয়ারস্টো ছন্দে ফেরার জন্য বেছে নিলেন এমন একটি বোলিং আক্রমণকে, যাদের টুর্নামেন্টে অন্যতম সেরা মনে করা হয়। ৪৫ বলে সেঞ্চুরি করে ছারখার করলেন নাইটদের বোলিং। ৮ বল বাকি থাকতে লক্ষ্যপূরণ পাঞ্জাবের। আইপিএলে তো বটেই, টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটা সর্বোচ্চ রান তাড়া করে জয়। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট ৪২টি ছক্কা হল। সেটিও টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে রেকর্ড।
একমাত্র নারাইন ছাড়া কেকেআরের বাকি বোলারদের হতশ্রী ছবি। ৪ ওভারে ২৪ রান দিয়ে এক উইকেট নিয়েছেন নারাইন। বাকি ৬ বোলার মিলে ১৪.৪ ওভারে ২৩৬ রান দিয়েছেন। ওভার প্রতি ১৬.০৯ রান করে খরচ করেছেন। এই হারের পরেও রান রেট ভাল থাকায় পয়েন্ট টেবিলের দুইয়েই থাকল কেকেআর। সোমবার এই ইডেনেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ। তার আগে ঘর গুছিয়ে নেওয়াই চ্যালেঞ্জ মেন্টর গৌতম গম্ভীরের।
আরও পড়ুন: জনি জনি, চার-ছক্কা! ইডেনে নাইটদের আতঙ্ক বাড়িয়ে সেঞ্চুরি ইংরেজ তারকার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।