KKR vs RR Toss Update: টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত সঞ্জুর, কেকেআরের চিন্তা বাড়িয়ে ফিরলেন রাজস্থানের দুই তারকা
IPL 2024: মঙ্গলবার সন্ধ্যা সাতটায় ইডেনে টসের পরই সেই খবরে সিলমোহর দিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। জানিয়ে দিলেন, চোট সারিয়ে কেকেআরের বিরুদ্ধে খেলছেন বাটলার।
সন্দীপ সরকার, কলকাতা: সোমবারই ইঙ্গিত ছিল। কলকাতা নাইট রাইডার্সের (KKR vs RR) ক্রিকেটারেরা যেদিন বিশ্রামে কাটিয়েছিলেন, ইডেন গার্ডেন্সে (Eden Gardens) জোরকদমে প্র্যাক্টিস করেছিল রাজস্থান রয়্যালস। আর সেই প্র্যাক্টিস দেখেই এবিপি লাইভ লিখেছিল, মঙ্গলবারের ম্যাচে দুশ্চিন্তা বাড়তে পারে কেকেআরের। কারণ, ফিট হয়ে গিয়েছেন রাজস্থান ব্যাটিংয়ের প্রধান মুখ জস বাটলার (Jos Buttler)। যিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এমন ব্যাটিং বিস্ফোরণ ঘটিয়েছিলেন যে, পিছনের সারিতে চলে গিয়েছিল বিরাট কোহলির সেঞ্চুরি।
মঙ্গলবার সন্ধ্যা সাতটায় ইডেনে টসের পরই সেই খবরে সিলমোহর দিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। জানিয়ে দিলেন, চোট সারিয়ে কেকেআরের বিরুদ্ধে খেলছেন বাটলার। তবে এক রামে রক্ষা নেই, সুগ্রিব দোসর। বাটলারের সঙ্গে খেলছেন আর অশ্বিনও। তিনিও চোট সারিয়ে ফিট।
টস জিতে কেকেআরকে শুরুতে ব্যাটিং করতে পাঠিয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। ইডেনে রান তাড়া করাই এখন নিরাপদ বিকল্প হিসাবে বেছে নিচ্ছেন প্রায় সমস্ত অধিনায়কই। রাজস্থান রয়্যালসও সেই পথেই হেঁটেছে। স্যামসন বলেন, 'এই পিচে রান তাড়া করাটা সেরা বিকল্প বলেই মনে হচ্ছে। ইডেন গার্ডেন্সে ফিরে ভাল লাগছে। মাঠ ভীষণ গমগম করে। এই ম্যাচে জস ও অ্যাশ খেলছে।'
Get ready for some Tuesday night Indian Premier League action 😍
— IndianPremierLeague (@IPL) April 16, 2024
The Knights 🆚 The Royals
Follow the Match ▶️ https://t.co/13s3GZLlAZ#TATAIPL | #KKRvRR pic.twitter.com/ARKh3bqR43
কেকেআর দলে অবশ্য কোনও পরিবর্তন করা হয়নি। তবে শুরুতে ফিল্ডিং না করার আফশোস রয়েছে। শ্রেয়স আইয়ার বলেন, 'আগের ম্যাচে যেরকম বল নড়াচড়া করেছে, তাতে আমরাও শুরুতে ফিল্ডিং করে নিলে ভাল হতো। তবে নারাইন বল করতে এলে ওর কোন বল বোঝা কঠিন হয়ে যাচ্ছে ব্যাটারদের কাছে। আমরা চাই ও য়েরকম খেলছে, সেরকমই পারফর্ম করে যাক।'
Here we go again, ready to defend our fortress! 💪 pic.twitter.com/PBZLWwDNf1
— KolkataKnightRiders (@KKRiders) April 16, 2024
আরও পড়ুন: কলকাতায় নতুন ফুটবল ক্লাব, প্রো টি-টোয়েন্টিতে চূড়ান্ত দুই দল, আইপিএলের স্পেশ্যাল মেন্যু
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।