IPL 2024: বাটলারের ইনিংসের নেপথ্যে রয়েছে ধোনি, কোহলির অবদান, কারণ জানলে আপনিও অবাক হবেন
Jos Buttler: ৬০ বলে ১০৭ রানের ইনিংসটি যতটা আক্রমণাত্ম মনে হচ্ছে ততটাও কিন্তু ছিল না শুরু থেকে। কিন্তু ম্য়াচের মোড় ঘুুরিয়ে দিয়েছিলেন শেষ পাঁচ ওভারে।
কলকাতা: গোটা ম্য়াচ জুড়ে কেকেআর (Kolkata Knight Riders) সমর্থকরা উচ্ছ্বাসে মেতে ছিলেন। সুনীল নারাইনের (Sunil Narine) ব্যাটিং বিক্রম, শতরান হাঁকানো, এরপর দলের বোলারদের পরপর রাজস্থান (Rajasthan Royals) শিবিরের উইকেট তুলে নেওয়া সবই ঠিক ছিল। কিন্তু শাহরুখের (Sharukh Khan) সামনেই যে তাঁর আনন্দ মাটি করে দিয়ে নতুন বাজিগর হিসেবে উঠে আসবেন জস বাটলার (Jos Buttler)। তা কে জানত। ৬০ বলে ১০৭ রানের ইনিংসটি যতটা আক্রমণাত্ম মনে হচ্ছে ততটাও কিন্তু ছিল না শুরু থেকে। কিন্তু ম্য়াচের মোড় ঘুুরিয়ে দিয়েছিলেন শেষ পাঁচ ওভারে। সেখানে প্রায় আশির কাছাকাছি রান তুলে নিয়েছিলেন বাটলার। আর সেখানেই ম্য়াচ থেকে ধীরে ধীরে হারিয়ে যায় কেকেআর। ওপেনিংয়ে নেমেছিলেন। আর শেষ পর্যন্ত মাঠে টিকে থেকে স্যামসন বাহিনীকে ম্য়াচ জিতিয়ে মাঠ ছাড়েন ইংরেজ তারকা।
খেলা শেষে নিজের ইনিংসের কৃতিত্ব দিলেন মহেন্দ্র সিংহ ধোনি ও বিরাট কোহলি। কীভাবে এই ২ তারকা তাঁকে অনুপ্রেরণা জুগিয়েছে সে কথাই জানালেন বাটলার। তিনি বলেন, ''প্রথম থেকে ছন্দে ছিলাম না একদমই। একটু সমস্যা হচ্ছিল ছন্দে ফিরতে। নিজেকে সেই সময় বুঝিয়ে যে ক্রিজে থাকতে হবে আমাকে। মনকে শান্ত করার চেষ্টা করছিলাম। আইপিএলের মত টুর্নামেন্টে যে কোনও মুহূর্তে খেলার রং বদলে যায়। আমি ধোনি ও কোহলির অনেক ইনিংস দেখেছি। যেখানে ওরা শেষ পর্যন্ত ক্রিজে টিকে থেকে ম্য়াচ শেষ করে এসেছে। আমিও সেই চেষ্টাই করছিলাম।''
View this post on Instagram
গতকাল একটা সময় ৩৩ বলে ৪২ রান করেছিলেন। প্রথম ২১ বলে ২২ রান নিজের নামের পাশে যোগ করতে পেরেছিলেন বাটলার। উল্টোদিকে রিয়ান পরাগ ছাড়া আর কোনও ব্যাটারই যোগ্য সঙ্গ দিতে পারেননি বাটলারকে। পরাগ ১৪ বলে ৩৪ রানের ঝোড়ো একটা ইনিংস খেলেছিলেন যদিও। রভমন পাওয়েলও আউট হয়ে যাওয়ায় চাপে পড়ে গিয়েছিল রাজস্থান শিবির। কিন্তু সেখান থেকে আবেশ খানকে সঙ্গে নিয়ে ম্য়াচ জিতিয়ে দেন বাটলার। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখল রাজস্থান রয়্যালস।
আরও পড়ুন: টস জিতলেন পন্থ, প্রথমে ব্যাটিং গিলদের, গুজরাত একাদশে ঋদ্ধি, মিলার