KKR Schedule: ইডেনে ১৪ দিনে ৫ ম্যাচ, আইপিএলে কেকেআরের বাকি খেলাগুলি কবে-কোথায়?
IPL 2024: ১৪ এপ্রিল থেকে ২৯ এপ্রিলের মধ্যে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে ৫টি ম্যাচ খেলবে কেকেআর।
কলকাতা: ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে (Eden Gardens) সানরাইজার্স হায়দরাবাদের (KKR vs SRH) বিরুদ্ধে জয় দিয়ে সপ্তদশ আইপিএলে (IPL 2024) অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। শাহরুখ খানের (Shah Rukh Khan) সামনে সেদিন রুদ্ধশ্বাস ম্যাচে কাব্য মারানের সানরাইজার্স হায়দরাবাদকে ৪ রানে হারিয়ে দিয়েছিল কেকেআর।
তবে সেই ম্যাচ খেলেই সফরে বেরিয়ে পড়ছেন শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিংহরা। টানা তিনটি অ্যাওয়ে ম্যাচ খেলবে কেকেআর। শুরু হচ্ছে ২৯ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। তারপর বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে কেকেআর। সেই পর্যন্ত সূচি আগেই ঘোষণা করা ছিল। সোমবার, দোলের দিন আইপিএলের বাকি অংশের সূচি ঘোষণা করে দেওয়া হল।
সেখানে দেখা যাচ্ছে, ১৪ এপ্রিল থেকে ২৯ এপ্রিলের মধ্যে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে ৫টি ম্যাচ খেলবে কেকেআর। ২৬ মার্চ, মঙ্গলবার কলকাতা থেকে বেঙ্গালুরুর উদ্দেশে পাড়ি দিচ্ছে কেকেআর। তার আগে ২৫ মার্চ, দোলের দিন ছুটি বাতিল করে ইডেনে প্র্যাক্টিস করে কেকেআর। ৯ এপ্রিল কলকাতায় ফিরবেন শ্রেয়সরা। তারপর টানা প্রায় ১৫ দিন শহরে থাকবে। বাংলা তথা দেশে দ্বিতীয় দফার লোকসভা ভোটের দিন ইডেনে পাঞ্জাব কিংসের সঙ্গে ম্যাচ রয়েছে কেকেআরের।
কেকেআরের বাকি ম্যাচগুলি হল
বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (বেঙ্গালুরু, ২৯ মার্চ, সন্ধ্যা ৭.৩০)
বনাম দিল্লি ক্যাপিটালস (বিশাখাপত্তনম, ৩ এপ্রিল, সন্ধ্যা ৭.৩০)
বনাম চেন্নাই সুপার কিংস (চেন্নাই, ৮ এপ্রিল, সন্ধ্যা ৭.৩০)
বনাম লখনউ সুপার জায়ান্টস (কলকাতা, ১৪ এপ্রিল, দুপুর ৩.৩০)
বনাম রাজস্থান রয়্যালস (কলকাতা, ১৭ এপ্রিল, সন্ধ্যা ৭.৩০)
বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (কলকাতা, ২১ এপ্রিল, দুপুর ৩.৩০)
বনাম পাঞ্জাব কিংস (কলকাতা, ২৬ এপ্রিল, সন্ধ্যা ৭.৩০)
বনাম দিল্লি ক্যাপিটালস (কলকাতা, ২৯ এপ্রিল, সন্ধ্যা ৭.৩০)
বনাম মুম্বই ইন্ডিয়ান্স (মুম্বই, ৩ মে, সন্ধ্যা ৭.৩০)
বনাম লখনউ সুপার জায়ান্টস (লখনউ, ৫ মে, সন্ধ্যা ৭.৩০)
বনাম মুম্বই ইন্ডিয়ান্স (কলকাতা, ১১ মে, সন্ধ্যা ৭.৩০)
বনাম গুজরাত টাইটান্স (আমদাবাদ, ১৩ মে, সন্ধ্যা ৭.৩০)
বনাম রাজস্থান রয়্যালস (গুয়াহাটি, ১৯ মে, সন্ধ্যা ৭.৩০)
The wait is finally over! 😍
— Star Sports (@StarSportsIndia) March 25, 2024
Here's the complete TATA #IPL2024 schedule! Mark your calendars 📅 and don't miss out on the non-stop cricket excitement 🔥
Tune-in to #IPLOnStar, LIVE, Only on Star Sports pic.twitter.com/9XopOFs6ir
আরও পড়ুন: কেকেআর শিবিরে রং বরষে... দোলের দিনও প্র্যাক্টিস নাইটদের, সকালে চলল দোল খেলা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে