IPL 2024: 'অভি না যাও ছোড়কে...', দেশে ফিরলেন সল্ট, চোখে জল নিয়ে আর্জি নাইট সমর্থকদের
Phill Salt: কেকেআরকে প্লে অফে তুলে দিয়ে তিনি বিদায় নিলেন। দেশের দায়িত্ব সামলাতে হবে এবার। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ইংল্যান্ডের ক্য়াম্পে যোগ দিতে চলেছেন সল্ট।
কলকাতা: এই মরশুমেই তাঁকে নিলাম থেকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। জেসন রয়ের হঠাৎ করে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া শাপে বর হয়ে গিয়েছিল ইংরেজ উইকেট কিপার ব্যাটারের জন্য। একাদশে সুযোগ পেয়েছিলেন। ওপেনিংয়ে নারাইনের সঙ্গে নেমে প্রতি ম্য়াচেই ঝড় তুলেছেন ব্যাট হাতে। কেকেআরকে স্বপ্ন দেখিয়েছিলে আরও একবার আইপিএল খেতাব জয়ের। রেকর্ডও গড়লেন। কেকেআরকে প্লে অফে তুলে দিয়ে তিনি বিদায় নিলেন। দেশের দায়িত্ব সামলাতে হবে এবার। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ইংল্যান্ডের ক্য়াম্পে যোগ দিতে চলেছেন সল্ট। কিন্তু এই কদিনেই নাইট সমর্থকরা এতটাই ভালবেসে ফেলেছেন সল্টকে যে, তাঁরা ছাড়তেই দিতে চাইছেন না। সোশ্য়াল মিডিয়ায় সল্টের বিদায় বেলার ভিডিও ক্লিপসের কমেন্ট বক্সে লিখলেন অনেকেই, ''অভি না যাও ছোড়কে...''
View this post on Instagram
প্রথমবার নিলামে অবিক্রিত ছিলেন ফিল সল্ট। কিন্তু জেসন রয়ের পরিবর্ত হিসেবে পরে কেকেআর সল্টকে নেয় দলে। নাইট টিম ম্য়ানেজমেন্টের সিদ্ধান্ত যে একেবারে ভুল ছিল না তার প্রমাণ হাতে নাতে দেন ২৭ বছরের এই বিস্ফোরক ব্যাটার। চলতি আইপিএলে ১২ ইনিংসে ৪৩৫ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৮২-র ওপর। গড় ৩৯.৫৪। নাইটদের হয়ে এবারের মরশুমে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক এখনও পর্যন্ত। নারাইনের সঙ্গে ওপেনে নেমে ধুমধারাক্কা ব্যাটিংয়ে প্রতি ম্য়াচেই বোলারদের মানসিকতা দুর্বল করে দিয়েছেন। রেকর্ড ৬ বার ওপেনিংয়ে দুজনে মিলে পঞ্চাশ বা তার বেশি রানের পার্টনারশিপ গড়েছেন। এমন পরিস্থিতিতে সল্টের চলে যাওয়াটা কোনওভাবেই মানতে পারছেন না সমর্থকরা। নিজের ইনস্টাগ্রাম পোস্টে সল্ট দেশে ফেরার আগে একটি ছবির সঙ্গে পোস্টে লেখেন, ''আমি কেকেআর।'' আর সেখানেই কমেন্টে কাউকে লিখতে দেখা যায়, ''অভি না যাও ছোড়কে..'' বরুণ চক্রবর্তী, রমনদীপ সিংহরাও পোস্টে সল্টকে আগামীর শুভেচ্ছা জানান। শ্রেয়স আইয়ার সল্টের দুরন্ত একটি স্টাম্পিংয়ের ছবি পোস্ট করে নিজের স্টোরিতে লিখেছেন, ''চ্যাম্পিয়ন''।