IPL 2024: দল প্লে অফে, তবুও স্বস্তি নেই নাইটদের, বড় শাস্তির মুখে এই তারকা ক্রিকেটার
KKR vs MI: গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ঘরের মাঠে জয় ছিনিয়ে নিয়েছিল কেকেআর। প্লে অফেও জায়গা পাকা করে নিয়েছে নাইট শিবির।
কলকাতা: গতকাল ইডেন গার্ডেন্সে গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkta Knight Riders)। একই সঙ্গে প্রথম দল হিসেবে প্লে অফেও জায়গা সুনিশ্চিত করেছে কেকেআর। কিন্তু এরপরও চাপে কেকেআর শিবির। বিসিসিআইয়ের কোপে পড়লেন কেকেআরের তারকা ক্রিকেটার রমনদীপ সিংহ। তাঁর ম্য়াচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। কিন্তু আদৌ কেন কাটা হল তাঁর ম্য়াচ-ফি, তা নিয়ে খোঁয়াশা তৈরি হয়েছে।
বিসিসিআইয়ের তরফে রমনদীপের ম্য়াচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। আইপিএল টুর্নামেন্টের শৃঙ্খলাবিধি লঙ্ঘন করার কারণেই তাঁকে এই শাস্তির কবলে পড়তে হয়েছে। কিন্তু, ঠিক কোন নিয়ম তিনি লঙ্ঘন করেছেন, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিস্তর ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ এমন কোনও দৃশ্য অন্তত ম্য়াচ চলাকালিন ক্যামেরায় ধরা পড়েনি। অথচ মুম্বই বনাম কেকেআর ম্য়াচের পরই বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।
আইপিএলের তরফে এক বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ''কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার রমনদীপ সিংয়ের জরিমানা হিসেবে ২০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। ১১ মে কলকাতার ইডেন গার্ডেন্সের আয়োজিত মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন তিনি টুর্নামেন্টের শৃঙ্খলাবিধি লঙ্ঘন করেছেন। আইপিএল শৃঙ্খলাবিধির অনুচ্ছেদ ২.২০ অনুসারে রমনদীপ লেভেল ১ অপরাধ করেছেন।''
View this post on Instagram
রমনদীপ নাকি নিজের অপরাধও স্বীকার করেছেন বলে জানানো হয়েছে বিবৃতিতে। ব্যাট হাতে মুম্বই ম্য়াচে ৮ বলে ১৭ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। এমনকী নাইটদের ব্যাটিংয়ের শেষ বলে বুমরাকে ছক্কাও হাঁকান রমনদীপ। ২১২.৫০ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এই ডানহাতি। একটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান রমনদীপ।
শনিবাসরীয় ইডেনে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৮ রানে জয় পেয়ে চলতি মরশুমে প্রথম দল হিসাবে প্লে-অফে পৌঁছে গিয়েছে কেকেআর। মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে তাদেরই এক সর্বকালীন রেকর্ডে ভাগও বসাল নাইট বাহিনী। এটি কেকেআরের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে তাদের ৫২তম জয়। কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজির নিজেদের ঘরের মাঠে এটাই সর্বাধিক ম্যাচ জয়ের রেকর্ড। কেকেআর আগামীকাল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামবে। জয়ের ধারা বজায় রাখতে চাইবে শ্রেয়স বাহিনী।