IPL 2024: ঘরের মাঠে মরশুমের দ্বিতীয় ম্যাচ নাইটদের, লখনউয়ের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন খেলা?
KKR vs LSG: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে একমাত্র ম্যাচটি ঘরের মাঠে খেলেছিল কেকআর। এরপর থেকে টানা অ্যাওয়ে ম্যাচই খেলতে নেমেছিল তারা। ৪ ম্যাচ খেলে মোট ৩টি জয় নাইটদের।
কলকাতা: চলতি আইপিএলে (IPL 2024) নিজেদের দ্বিতীয় হোম ম্যাচ আজ খেলতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে একমাত্র ম্যাচটি ঘরের মাঠে খেলেছিল কেকআর। এরপর থেকে টানা অ্যাওয়ে ম্যাচই খেলতে নেমেছিল তারা। আজ ঘরের মাঠে নাইটদের প্রতিপক্ষ লখনউ সুপারজায়ান্টস (Lucknow Supergiants)।
কাদের ম্যাচ?
কাল আইপিএলে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপারজায়ান্টস।
কোথায় খেলা?
খেলাটি হবে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে।
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৩.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে অর্থাৎ বিকেল ৩টেয় টস আয়োজিত হবে।
কোথায় দেখবেন?
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।
অনলাইন স্ট্রিমিং?
টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই সিরিজ়।
আজকে ইডেন গার্ডেন্সে নজর অবশ্যই থাকবে গৌতম গম্ভীরের দিকে। আগের ২ মরশুমে এই লখনউ দলেরই মেন্টরের ভূমিকায় দেখা গিয়েছিল গম্ভীরকে। আবার কলকাতা নাইট রাইডার্স দলের প্রাণভোমরাও তিনি। প্রাক্তন বাঁহাতি ওপেনারের নেতৃত্বেই ২ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। ফলে ২ দলের শক্তি-দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল তিনি।
View this post on Instagram
আইপিএলে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৩ ম্য়াচ জিতে ৬ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে কেকেআর। ম্য়াচের আগের দিন গৌতম গম্ভীর সাংবাদিক বৈঠকে এসে বলেন, ''আমি শুধু ওদের দক্ষতার কথা মনে করিয়ে দিয়েছি। সেই কারণেই তো ওরা ড্রেসিংরুমে রয়েছে। ভাল ক্রিকেটার হতে গেলে চাপের মুখে ভাল খেলতেই হবে। আইপিএলে দুর্দান্ত মানের প্রতিদ্বন্দ্বিতা হয়। উচ্চমানের ক্রিকেট খেলা হয়। আন্তর্জাতিক ক্রিকেটের সমতুল্য মান। তরুণরা সেই চাপে পারফর্ম করলে অবশ্যই তারা ভাল জায়গায় থাকবে। আত্মবিশ্বাস বাড়বে।''
আজ বিকেল ৩.৩০ থেকে ম্য়াচ শুরু হবে ইডেন গার্ডেন্সে। চলতি মরশুমে দ্বিতীয় হোম ম্য়াচেই বিকেলের ম্য়াচে খেলতে নামবে নাইটরা। নিজেদের শেষ ম্য়াচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল কেকেআর।
আরও পড়ুন: ডিভিলিয়ার্সের বিশ্বরেকর্ড ভেঙেছিলেন, দিল্লির হয়ে অভিষেকেই হইচই ফেললেন, কে এই ম্যাকগার্ক?