IPL 2024: ফাইনাল মহারণের আগে এই পরিসংখ্যানগুলোর দিকে অবশ্যই চোখ রাখুন
IPL 2024 Final, KKR vs SRH: কেকেআর অবশ্য দুবার এই ট্রফি জিতেছে। ২০১২ ও ২০১৪ দুটো মরশুমেই নাইটদের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। আজ কে শেষ হাসি হাসবে?
চেন্নাই: আইপিএলের পয়েন্ট টেবিলের প্রথম দুটো স্থানে থাকা দুটো দল। আজ ফাইনালে তারাই পরস্পর মুখোমুখি। আইপিএলের ইতিহাসে দুটো দলের কাছেই ট্রফি জয়ের অভিজ্ঞতা রয়েছে। ২০১৬ সালে সানরাইজার্স ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে ট্রফি জিতেছিল। কেকেআর অবশ্য দুবার এই ট্রফি জিতেছে। ২০১২ ও ২০১৪ দুটো মরশুমেই নাইটদের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। আজ কে শেষ হাসি হাসবে? ২২ গজের ফাইনাল মহারণের আগে এক ঝলকে চোখ বুলিয়ে নেওয়া যাক দুটো দলের আইপিএল সংক্রান্ত কিছু পরিসংখ্যানের দিকে-
আইপিএল খেতাব জয়
কলকাতা নাইট রাইডার্স ২০১২ ও ২০১৪ মরশুমে গৌতম গম্ভীরের নেতৃত্বে দুবার আইপিএল চ্যাম্পিন হয়েছে
২০১২ সালে প্রথমবার কেকেআর খেতাব জেতে চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়ে। সেই ফাইনালটিও চিপকেই হয়েছিল।
২০১৪ সালে দ্বিতীয়বার আইপিএল জেতে কেকেআর। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল নাইটরা
সানরাইজার্স হায়দরাবাদ ২০১৬ মরশুমে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে খেতাব জেতে, ৮ উইকেটে আরসিবিকে হারায় তারা
এর আগে সানরাইজার্স যখন ডেকান চার্জার্স ছিল, তখন ২০০৯ সালে আরসিবিকে ৬ রানে হারিয়ে খেতাব জিতেছিল, অধিনায়ক ছিলেন গিলক্রিস্ট
আইপিএলে শ্রেয়স ও কামিন্সের অধিনায়ক হিসেবে রেকর্ড
শ্রেয়স আইয়ার চলতি মরশুমে কেকআরকে ১৪ ম্য়াচে নেতৃত্ব দিয়েছেন। মাত্র ৩ ম্য়াচ হেরেছেন। ১০ ম্য়াচ জিতেছেন। একটি ম্য়াচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। জয়ের শতকরা শতাংশ ৭৬.৯২
প্যাট কামিন্সকে নিলাম থেকে ২০.৫ কোটি টাকা মূল্যে নেওয়া হয়েছিল। ১৫ ম্য়াচের মধ্যে ৯টি জয় ও ৬টি হারের মুখে পড়তে হয় তাদের। জয় ৬০ শতাংশ।
কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে হারিয়েছিল।
সেরা পারফরম্য়ান্স
ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন ব্যাট ও বল হাতে কেকেআর শিবিরের সেরা পারফর্মার। ১৪ ম্য়াচে ৪৮২ রান করেছেন। একটি শতরান ও তিনটি অর্ধশতরান ঝুলিতে পুরেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। বল হাতেও ১৬ উইকেট নিয়েছেন।
বল হাতে বরুণ চক্রবর্তী ১৪ ম্য়াচে ২০ উইকেট ঝুলিতে পুরেছে। পার্পল ক্য়াপের দৌড়েও রয়েছেন তিনি। ১৬/৩ সেরা বোলিং ফিগার।
সানরাইজার্স শিবিরের ব্যাটারদের মধ্যে ট্রাভিস হেড ১৪ ম্য়াচে ৫৬৭ রান করেছেন। একটি সেঞ্চুরি ও চারটি অর্ধশতরান রয়েছ। ১০২ ব্যক্তিগত সর্বোচ্চ। ১৯২ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি।
বল হাতে টি নটরাজন ১৩ ম্য়াচে ১৯ উইকেট নিয়েছেন এখনও পর্যন্ত। সেরা বোলিং ফিগার ১৯/৪।