IPL KKR News: দুর্যোগে ঘোরানো হয়েছিল বিমান, কলকাতায় না নেমে কোথায় গেল KKR টিম ? ফিরবে কবে
IPL 2024 News: খারাপ আবহাওয়ার জন্য কলকাতায় নামতেই পারেনি কেকেআর-এর বিমান। আকাশে চক্কর কেটে গুয়াহাটির পথ ধরেছিলেন তাঁরা।
কলকাতা: আইপিএল-২০২৪ (IPL 2024) এ প্লে অফ কার্যত নিশ্চিত করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শনিবার মুম্বই ইন্ডিয়ান্সদের (Mumbai Indians) সঙ্গে ইডেন গার্ডেন্সে মুখোমুখি ম্যাচ রয়েছে কেকেআর (KKR)-এর। কিন্তু তার আগেই বিপত্তি। লখনউয়ের সঙ্গে ম্যাচ খেলে সোমবারই কলকাতায় ফেরার কথা ছিল শ্রেয়সদের। কিন্তু কলকাতায় তো ফেরা হলই না, উল্টে বারাণসীতে ঠাঁই নিতে হল। কেকেআর-এর তরফে জানান হয়েছে, আজই বারাণসী থেকে বিকেলের মধ্যে তিলোত্তমায় ল্যান্ড করবে কেকেআর এর প্লেয়াররা। এদিকে, মুম্বইয়ের সঙ্গে ম্যাচের আগে প্রস্তুতি নেওয়ার জন্য এক দিন কম সময় পেল কেকেআর শিবির।
কেন শহরে ফিরতে পারলেন না কেকেআর প্লেয়াররা? কী ঘটেছে?
রবিবার লখনউয়ের একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ ছিল কেকেআরের। সেই ম্যাচ জিতে সোমবার কলকাতায় ফেরার কথা ছিল নাইটদের। সোমবার বিকেল ৫.৪৫-এ লখনউ বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে পাড়ি দেয় কেকেআরের বিশেষ ভাড়া করা বিমান। সন্ধ্যায় শহরে নামার কথা ছিল তাঁদের। কিন্তু সেই সময়ই দক্ষিণবঙ্গজুড়ে দাপট দেখাচ্ছিল কালবৈশাখী।
সেই খারাপ আবহাওয়ার জন্য কলকাতায় নামতেই পারেনি কেকেআর-এর বিমান। আকাশে চক্কর কেটে গুয়াহাটির পথ ধরেছিলেন তাঁরা। কিন্তু সেখানেও সমস্যা দেখা দেয়। গুয়াহাটি বিমানবন্দরে ল্যান্ড করার পর বিমানেই অপেক্ষা করতে থাকেন কেকেআর ক্রিকেটারেরা। কার্যত বিমানবন্দি হয়ে সেখানে থাকতে হয় তাঁদের। সেই সময়ের নাইটদের ছবি শেয়ারও করা হয়েছে সোশাল মিডিয়ায়।
Travel update: KKR's charter flight from Lucknow to Kolkata diverted to Guwahati due to bad weather ⛈️
— KolkataKnightRiders (@KKRiders) May 6, 2024
Flight currently standing at the Guwahati Airport tarmac. More updates soon pic.twitter.com/XFPTHgM2FJ
কেকেআর শিবিরের তরফে জানান হয়, গুয়াহাটিতে অপেক্ষা করা হচ্ছিল যদি আবহাওয়া ঠিক হয়, তবে মধ্যরাত হলেও কলকাতায় ল্যান্ড করবেন তাঁরা। রাত দশটা নাগাদ কেকেআর শিবিরে খোঁজ নিয়ে জানা যায়, কলকাতায় ফেরার সবুজ সংকেত পেলেও কলকাতায় এসেও আকাশে চক্কর কেটে অবশেষে বারাণসীতে ফিরে যেতে হয় নাইটদের।
আরও পড়ুন, কলকাতায় তুমুল ঝড়-বৃষ্টি, বিমান নামতেই পারল না, কোথায় গেলেন কেকেআর ক্রিকেটারেরা?
সেখানে তাজ গঙ্গা হোটেলে রাত্রিবাস করেন ক্রিকেটাররা। কেকেআর সূত্রের খবর, এদিন ১১.৩০টায় হোটেল ছাড়ার কথা রয়েছে। ১.১৫ এর ফ্লাইট ধরে আজ কলকাতায় ফেরার কথা রয়েছে শ্রেয়সদের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে