Mumbai Indians: ব্যাটারদের তাণ্ডবে বড় ক্ষতি মুম্বই ইন্ডিয়ান্সের, ভাঙল দামি ক্যামেরা
IPL 2024: প্র্যাক্টিসের ফাঁকেই বিরাট ক্ষতি হয়ে গেল। ভাঙল দামি ক্যামেরা। বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হল মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians)।
নয়াদিল্লি: আইপিএলে শনিবার ডাবল হেডার। অর্থাৎ জোড়া ম্যাচ। প্রথম ম্যাচে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের সামনে হার্দিক পাণ্ড্যর মুম্বই ইন্ডিয়ান্স (DC vs MI)। যে ম্যাচের আগে জোরকদমে প্রস্তুতি সেরে নিলেন রোহিত শর্মারা (Rohit Sharma)।
আর সেই প্র্যাক্টিসের ফাঁকেই বিরাট ক্ষতি হয়ে গেল। ভাঙল দামি ক্যামেরা। বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হল মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians)।
নেটে তখন ব্যাট করছিলেন টিম ডেভিড, সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। বিধ্বংসী ছন্দে ছিলেন দুজনই। সব বলেই আগ্রাসী শট খেলছিলেন। সেই সময়ই একটি বল গিয়ে আছড়ে পড়ে ক্যামেরায়। তাতে ক্যামেরাটি ভেঙে যায়। জানা গিয়েছে, সব মিলিয়ে ৪০ হাজার টাকার ক্ষতি হয়ে গিয়েছে মুকেশ ও নীতা অম্বানির (Mukesh and Neeta Ambani) দলের।
সূর্যকুমার ও টিম ডেভিডের ব্যাটিংয়ের একটি রিল তৈরি করছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই সময়ই বল গিয়ে পড়ে ক্যামেরায়। পরে সেই ভিডিও মুম্বই ইন্ডিয়ান্সের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সঙ্গে লেখা হয়, 'এই রিলটার জন্য আমাদের ৪০ হাজার টাকা গচ্চা গেল।'
This reel cost us 40k to make... 😰#MumbaiMeriJaan #MumbaiIndians pic.twitter.com/ISqo0Ax4tW
— Mumbai Indians (@mipaltan) April 26, 2024
এবারের আইপিএলে ধারাবাহিকতা দেখাতে পারছে না মুম্বই ইন্ডিয়ান্স। ৮ ম্যাচের মধ্যে ৫ টি ম্যাচে হেরে গিয়েছে। ঝুলিতে মাত্র ৬ পয়েন্ট। পয়েন্ট টেবিলের ৮ নম্বরে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ক্রিকেট ছাপিয়ে উঠে এসেছে নানা বিতর্ক। যার মধ্যে প্রথম ও প্রধান হল, রোহিতকে সরিয়ে হার্দিকের হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া। যা সমর্থকেরা একেবারেই মেনে নিতে পারেননি। হার্দিককে কাঠগড়ায় তোলা চলছে। পরিস্থিতি এমনই হয়ে দাঁড়িয়েছে যে, ম্যাচের আগে সম্প্রচারকারী চ্যানেলের উপস্থাপক সঞ্জয় মঞ্জরেকরকে ঘুরিয়ে বলতে হয়েছে, হার্দিককে আক্রমণ করা বন্ধ করুন।
প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে গেলে পরপর ম্যাচ জিততে হবে মুম্বইকে। আপাতত সেটাই পাখির চোখ তাদের।
আরও পড়ুন: আশঙ্কাই সত্যি, কেকেআরের দল থেকে স্টার্ক বাদ, কেন কোপ পড়ল বিশ্বকাপজয়ী তারকার ওপর?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।