(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2024: নাইটদের বিরুদ্ধে মাঠে ফিরেই বেগুনি টুপি দখল মুস্তাফিজুরের, দৌড়ে কে কে আছেন?
Tata IPL 2024: তার থেকেও বড় কথা ১৮ নম্বর ওভারে মাত্র ৯ রান ও ২০ তম ওভারে মাত্র ২ রান খরচ করেন বাঁহাতি এই পেসার। এক নজরে দেখে নেওয়া যাক পার্পল ক্যাপের দৌড়ে আর কে কে রয়েছেন এবার।
কলকাতা: এক ম্য়াচ মাঠের বাইরে ছিলেন তিনি। সেখানেই পিছিয়ে পড়েছিলেন। কিন্তু মাঠে ফিরতেই ফের পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে উঠে এলেন মুস্তাফিজুর রহমন (Mustafizur Rahman)। গতকাল কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে খেলতে নেমে ২ উইকেট তুলে নিয়েছিলেন বাংলাদেশের এই তারকা পেসার। চেন্নাই সুপার কিংসের জার্সিতে এবার প্রতি ম্য়াচেই বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ফিজ। গতকালও নিজের ৪ ওভারের স্পেলে মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট নেন মুস্তাফিজুর (Mustafizur Rahman)। তার থেকেও বড় কথা ১৮ নম্বর ওভারে মাত্র ৯ রান ও ২০ তম ওভারে মাত্র ২ রান খরচ করেন বাঁহাতি এই পেসার। এক নজরে দেখে নেওয়া যাক পার্পল ক্যাপের দৌড়ে আর কে কে রয়েছেন এবার।
নাম | ম্য়াচ | উইকেট |
মুস্তাফিজুর রহমন | ৪ | ৯ |
যুজবেন্দ্র চাহাল | ৪ | ৮ |
খালিল আহমেদ | ৫ | ৭ |
মোহিত শর্মা | ৫ | ৭ |
গেরাল্ড কোয়েৎজে | ৪ | ৭ |
মুস্তাফিজুর রহমন ছাড়া এই তালিকায় প্রথম পাঁচে কে কে রয়েছেন তার তালিকা ওপরে দেওয়া হল। রাজস্থান রয়্যালসের স্পিনার যুজবেন্দ্র চাহাল উঠে এসেছেন দ্বিতীয় স্থানে তিনি এখনও পর্যন্ত রাজস্থানের হয়ে চারটি ম্য়াচেই খেলেছেন। ঝুলিতে পুরেছেন ৮ উইকেট। দিল্লি ক্যাপিটালস দলের টুর্নামেন্টে পারফরম্য়ান্স একেবারেই ভাল নয়। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে সবার নীচে রয়েছে পন্থের দল। পাঁচ ম্য়াচের মধ্যে একটি মাত্র জয় এসেছ। তবে তাঁদের বোলার খালিল আহমেদ তৃতীয় স্থানে রয়েছেন পার্পল ক্য়াপের দৌড়ে। তিনি এখনও পর্যন্ত ৫ ম্য়াচে খেলে মোট ৭ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন। এরপরের দুটো নামও ঝুলিতে ৭টি করে উইকেট পুরেছেন ৫ ম্য়াচ খেলে। গুজরাত টাইটান্সের মোহিত শর্মা আছেন তালিকায়। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এবারই প্রথমবার আইপিএলে খেলতে নামা গেরাল্ড কোয়েৎজে ৭ উইকেট নিয়েছেন এখনও পর্যন্ত টুর্নামেন্টে।
গতকাল কেকেআরের বিরুদ্ধে ম্য়াচে মুস্তাফিজুর ডেথ ওভারে দুর্দান্ত বল করেন। আঠারোতম ওভারে যখন বল করতে আসেন, তখন সামনে ছিলেন রাসেল। আন্দ্রে রাসেলের স্ট্রাইক রেট এই সময়টায় থাকে ২৩০ এর ওপর। কিন্তু ক্যারিবিয়ান তারকাকে হাত খুলতেই দেননি মুস্তাফিজুর। মাত্র ৯ রান আসে সেই ওভারে।
আরও পড়ুন: আইপিএলে শোরগোল ফেলা ফাস্টবোলারের হল কী? বড় আপডেট দিলেন লখনউ কর্তা