SRH vs LSG: মানুষ, নাকি বাজপাখি! অবিশ্বাস্য দুই ক্যাচে লখনউকে জোর ধাক্কা নীতীশ-সনবীরের, রইল ভিডিও
IPL 2024: লখনউ সুপার জায়ান্টসকে ফিল্ডিংয়েরর মাধ্যমে জোর ধাক্কা দিল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে নীতীশ রেড্ডি, তারপর সনবীর সিংহ। দুজনের দুই ক্যাচ লখনউ ইনিংসের কোমড় ভেঙে দিয়ে যায়।
হায়দরাবাদ: ক্যাচ ম্যাচের রং পাল্টে দিতে পারে। বহু পুরনো সেই প্রবাদ বুধবার মনে করালেন সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটারেরা (SRH vs LSG)। নিজামের শহরের দলের দুই ক্রিকেটার এমন দুটি ক্যাচ নিলেন, যা নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় সেই দুই ক্যাচের ভিডিও ভাইরাল। চাপ বাড়ল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে।
বুধবার হায়দরাবাদে আইপিএলের (IPL 2024) ম্যাচে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টস। দুই দলই এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ১২ পয়েন্টে দাঁড়িয়ে। প্লে অফের দৌড়ে থাকতে এই ম্যাচে দুই দলই জেতার জন্য মরিয়া। ২ পয়েন্ট মহার্ঘ হয়ে দেখা দিতে পারে প্লে অফে ওঠার লড়াইয়ে।
আর সেই ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে ফিল্ডিংয়েরর মাধ্যমে জোর ধাক্কা দিল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে নীতীশ রেড্ডি, তারপর সনবীর সিংহ। দুজনের দুই ক্যাচ লখনউ ইনিংসের কোমড় ভেঙে দিয়ে যায়।
লখনউ ইনিংসের তৃতীয় ওভারে বল করছিলেন ভুবনেশ্বর কুমার। তাঁর একটি ডেলিভারি ব্যাকওয়ার্ড স্কোয়্যার লেগের ওপর দিয়ে ওড়াতে গিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টসের ওপেনার কুইন্টন ডি'কক। বল নিশ্চিত ছক্কা হওয়ার দিকে যাচ্ছিল। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন নীতীশ রেড্ডি। তিনি শরীর শূন্যে ভাসিয়ে একহাত দিয়ে বলটিকে শূন্যে তুলে দেন। তারপর বাউন্ডারি লাইন থেকে বেরিয়ে যান। শরীরের ভারসাম্য রক্ষা করেই তিনি মাঠে লাফিয়ে ঢুকে বল মাটিতে পড়ার আগেই তালুবন্দি করেন।
The Orange Army having a field day so far 😌#SRHvLSG #TATAIPL #IPLonJioCinema #IPLinTelugu pic.twitter.com/kvfFMwhEYT
— JioCinema (@JioCinema) May 8, 2024
দ্বিতীয় উইকেটটিও ভুবিরই। লখনউ ইনিংসের পঞ্চম ওভারের ঘটনা। ভুবনেশ্বরের বল শর্ট আর্ম পুল করেছিলেন মার্কাস স্টোইনিস। মিড অনে ফিল্ডিং করছিলেন সনবীর সিংহ। তিনি সামনের দিকে দৌড়ে এসে শরীর শূন্যে ভাসিয়ে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ক্যাচ সম্পূর্ণ করেন। সোশ্যাল মিডিয়ায় সেি ক্যাচের ভিডিও ভাইরাল হয়ে যায়। অনেকেই বলাবলি শুরু করেন, মানুষ, নাকি সুপারম্যান? কেউ কেউ বাজপাখির সঙ্গে তুলনা শুরু করেন। দুই ফিল্ডারের জন্যই চাপে পড়ে যায় লখনউ। সেই ধাক্কা থেকে গোটা ইনিংসে আর ঘুরে দাঁড়াতে পারেননি কে এল রাহুলরা।
আরও পড়ুন: মাঠ ছেড়ে বেরোও... প্রতিপক্ষ অধিনায়ককে বেনজির আক্রমণ IPL দলের মালিকের
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
রোল নম্বর দিয়ে উচ্চমাধ্যমিকের রেজ়াল্ট দেখুন: