Samson Out Controversy: মাঠ ছেড়ে বেরোও... প্রতিপক্ষ অধিনায়ককে বেনজির আক্রমণ IPL দলের মালিকের
IPL 2024: মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে যা হল, আইপিএলে সেই দৃশ্য বিরল। বেনজির। আর সেই ঘটনার সঙ্গে নাম জড়িয়ে গেল সৌরভেরই দলের মালিকের।
নয়াদিল্লি: বনিবনা নেই। অথচ আইপিএলের (IPL 2024) যুযুধান দুই দলের অধিনায়ক কিংবা মালিকের মধ্যে সৌজন্যের ছবিই দেখা গিয়েছে বরাবর। কলকাতা নাইট রাইডার্সের (KKR) মালিক শাহরুখ খান (SRK) কদিন আগেই ইডেন গার্ডেন্সে ম্যাচের শেষে জড়িয়ে ধরেছিলেন প্রতিপক্ষ দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। যিনি কেকেআরের প্রাক্তন অধিনায়ক আর বাজিগরের সঙ্গে সৌরভের খুব একটা সুসম্পর্ক বলে শোনা যায় না। সৌরভও শাহরুখের সঙ্গে খোশগল্প জুড়ে দেন।
কিন্তু মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে যা হল, আইপিএলে সেই দৃশ্য বিরল। বেনজির। আর সেই ঘটনার সঙ্গে নাম জড়িয়ে গেল সৌরভেরই দলের মালিকের।
দিল্লি ক্যাপিটালস ঘরের মাঠে নেমেছিল রাজস্থান রয়্যালসের (DC vs RR) বিরুদ্ধে। হাড্ডাহাড্ডি সেই ম্যাচে রাজস্থানকে ২০ রানে হারিয়ে দেয় দিল্লি। এই জয়ের ফলে দিল্লির প্লে অফে যাওয়ার স্বপ্ন এখনও জীবিত রইল। সেই সঙ্গে ধাক্কা খেল কেকেআরকে টপকে রাজস্থান রয়্যালসের পয়েন্ট টেবিলের শীর্ষে যাওয়ার সম্ভাবনাও।
ম্যাচের রং পাল্টে যায় সঞ্জু স্যামসন আউট হতেই। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ২২১/৮ স্কোর তাড়া করে তখন ম্যাচের রাশ প্রায় নিজেদের হাতে তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ভয়ঙ্কর ফর্মে ব্যাট করছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। রাজস্থান রয়্যালসের অধিনায়ক তখন মাত্র ৪৫ বলে ৮৬ রানে ব্যাট করছিলেন। মুকেশ কুমারের বলে তিনি ফিরে যেতেই ম্যাচের মোড় ঘুরে যায়।
যদিও সেই আউট নিয়ে তুমুল বিতর্ক। কারণ, মুকেশ কুমারের বলে লং অন বাউন্ডারিতে স্যামসনের ক্যাচ তালুবন্দি করেন ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটার শাই হোপ। তবে হোপ ক্যাচটি ধরার পর শরীরের ভারসাম্য ধরে রাখতে পারেননি। আপাতদৃষ্টিতে দেখে মনে হয়, ক্যাচ সম্পূর্ণ করেছেন হোপ। বাউন্ডারি লাইনে শাই হোপ ক্যাচটি সঠিকভাবে নিয়েছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন ছিল মাঠের আম্পায়ারদের মনেও। তাঁরা তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হন। তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে স্যামসনকে আউটই দেন। স্যামসন বিশ্বাসই করতে পারেননি যে, তাঁকে আউট দেওয়া হয়েছে। তিনি মাঠের আম্পায়ারদের সঙ্গে তর্ক শুরু করে দেন।
সেই সময়ই দিল্লি ক্যাপিটালসের মালিক পার্থ জিন্দলের অঙ্গভঙ্গি সোশ্যাল মিডিয়ায় প্রবল আলোড়ন ফেলেছে। স্যামসন যখন আম্পায়ারের সঙ্গে তর্ক করছেন, তখন ভি আই পি বক্সে বসে খেলা দেখছিলেন দিল্লি ক্যাপিটালসের মালিক। পার্থ উত্তেজিত হয়ে পড়েন। দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকেন, আউট। মাঠ থেকে বেরিয়ে যেতে বলেন স্যামসনকে।
Touch and go 🧐#TATAIPL #DCvRR #IPLonJioCinema pic.twitter.com/a6VfsA7OHG
— JioCinema (@JioCinema) May 7, 2024
সোশ্যাল মিডিয়ায় ধিক্কারের শিকার হন পার্থ। অনেকেই লেখেন, এত উদ্ধত টিম মালিক কোনওদিন দেখা যায়নি। কেউ কেউ লেখেন, ম্যাচের সঙ্গে টিমমালিকের একাত্ম হয়ে পড়া স্বাভাবিক। কিন্তু তাই বলে ন্যূনতম সৌজন্য দেখানো হবে না! সব মিলিয়ে তুমুল সমালোচিত পার্থ।
My some mutuals are saying Parth Jindal was just celebrating.
— राजस्थानी छोरा💞 (RR का परिवार)💞 (@ProudRoyalsFan) May 8, 2024
Where is the celebration visible in this?
He is directly telling Sanju to go out
Jindal's behavior is reprehensible.#SanjuSamson #RajasthanRoyals #ParthJindal pic.twitter.com/WZ7MzKWMDT
আরও পড়ুন: সেদিন মাঠেই কেঁদে ফেলেছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন শপথ নিলেন সিরাজ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
রোল নম্বর দিয়ে উচ্চমাধ্যমিকের রেজ়াল্ট দেখুন: