IPL Orange Cap। কোহলির থেকে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিলেন রিয়ান, দৌড়ে আর কারা?
IPL 2024: চলতি আইপিএলে ৩ ম্যাচে ১৮১ রান করেছেন রাজস্থান রয়্যালসের তরুণ। সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩৯ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।
কলকাতা: একজন বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি। অন্যজন প্রতিশ্রুতিমান। তবে চলতি আইপিএলে রানের নিরিখে কড়া টক্কর দিচ্ছেন কিংবদন্তিকে। সোমবার তো অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিলেন।
আইপিএলে (IPL 2024) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) হারলেও দুরন্ত ছন্দে রয়েছেন দলের সেরা মুখ বিরাট কোহলি (Virat Kohli)। টুর্নামেন্ট শুরুর আগে যিনি দীর্ঘদিন মাঠের বাইরে কাটিয়েছেন। পুত্রসন্তান হওয়ার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে খেলেননি। তবে আইপিএল (IPL Orange Cap) গ্রহে পা রেখেই সেই পুরনো জৌলুস দেখাচ্ছেন কিংগ কোহলি। সোমবারের আগে পর্যন্ত চলতি আইপিএলে এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার কোহলিই।
তবে সোমবার তাঁর থেকে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিলেন রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ। রান সংখ্যায় দুজনেই সমান। তবে গড় ও স্ট্রাইক রেট বেশি হওয়ায় অরেঞ্জ ক্যাপ পেলেন রিয়ান।
সপ্তদশ আইপিএলের প্রথম সপ্তাহেই ব্যতিক্রমী কিছু ব্যাটিং বিস্ফোরণ দেখা গিয়েছে। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কলকাতা নাইট রাইডার্সের (KKR) অলরাউন্ডার আন্দ্রে রাসেল (Andre Russell) বিধ্বংসী হাফসেঞ্চুরি করে দলের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। শিবম দুবে চেন্নাই সুপার কিংসের জার্সিতে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ২৩ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। সানরাইজার্স হায়দরাবাদের (SRH) জার্সিতে ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন দক্ষিণ আফ্রিকার তারকা হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen)। সুনীল নারাইন ওপেনার হিসাবে নেমে ফের ঝড় তুলছেন। নিকোলাস পুরান থেকে শুরু করে শিখর ধবন আগ্রাসী মেজাজে ব্যাট করছেন। মহেন্দ্র সিংহ ধোনি রবিবার বিধ্বংসী ইনিংস খেলেছেন। তবে অরেঞ্জ ক্যাপ এখন রিয়ান পরাগের।
কী এই অরেঞ্জ ক্যাপ? আইপিএলের জন্মলগ্ন থেকে টুর্নামেন্টের সেরা ব্যাটার ও বোলারকে স্বীকৃতি দেওয়ার অভিনব এক উদ্যোগ নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারীকে দেওয়া হয় এই অরেঞ্জ ক্যাপ। প্রত্যেক ম্যাচের পর তা বদলেও যেতে পারে। অর্থাৎ, যখন যে দলের ক্রিকেটারের নামের পাশে সবচেয়ে বেশি রান থাকবে, তিনিই সেই মুহূর্তে পেয়ে যাবেন অরেঞ্জ ক্যাপ। বিশেষ করে টুর্নামেন্ট যত এগোয়, তত বাড়ে ব্যাটারদের রেষারেষি। আপাতত অরেঞ্জ ক্যাপ রয়েছে অসমের তরুণ রিয়ান পরাগের ঝুলিতে।
চলতি আইপিএলে ৩ ম্যাচে ১৮১ রান করেছেন রাজস্থান রয়্যালসের তরুণ। সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩৯ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।
৩ ম্যাচে ১৮১ রান রয়েছে কোহলিরও। তিন ম্যাচে দুটি হাফসেঞ্চুরি করেছেন বিরাট। অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিনে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের হেনরিখ ক্লাসেন। ৩ ম্যাচে দুটি হাফসেঞ্চুরি সহ ১৬৭ রান করেছেন প্রোটিয়া তারকা। ৩ ম্যাচে ১৩৭ রান করে তালিকায় চারে পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধবন। ৩ ম্যাচে ১৩০ রান করে দিল্লি ক্যাপিটালসের ডেভিড ওয়ার্নার রয়েছেন তালিকার পাঁচে। শেষ পর্যন্ত অরেঞ্জ ক্যাপ থাকবে কার ঝুলিতে?
আরও পড়ুন: নিরামিষ খেয়েও বলের ভয় ধরানো গতি! আইপিএলে সাড়া ফেলে দিয়েছেন শ্রীকৃষ্ণের ভক্ত এই পেসার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে