PBKS vs RR Match Highlights: শেষ ওভারে নায়ক হেটমায়ার, রুদ্ধশ্বাস ম্যাচে ৩ উইকেটে পাঞ্জাবকে হারাল রাজস্থান
IPL 2024: এবারের আইপিএলে দুরন্ত ছন্দে আছেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগ। রাজস্থান ব্যাটিংকে টানছেন প্রত্যেক ম্যাচে, নিয়ম করে। শনিবার ক্রিজে সেট হয়ে গিয়েও ফিরলেন।
মুল্লাপুর: লক্ষ্য মাত্র ১৪৮ রান। তার ওপর ওপেনিং জুটিতে ঝোড়ো ব্যাটিং। ৮.২ ওভারে ৫৬ রান বোর্ডে তুলে ফেলা। গোটা আইপিএলে (IPL 2024) নিষ্প্রভ দেখানো যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) তখন আগ্রাসী ব্যাটিং শুরু করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজে দুরন্ত ছন্দে ছিলেন। কিন্তু আইপিএলে তাঁর ব্যাটে রানের খরা। অবশেষে শনিবার যেন পুরনো যশস্বীর ঝলক। রাজস্থান রয়্যালসও তরতরিয়ে এগোচ্ছিল পাঞ্জাব কিংসের লক্ষ্য পার করার দিকে।
তাল কাটল তনুশ কোটিয়ান ফিরতেই। ২৪ রান করে ফিরলেন তনুশ। ৩১ বল খেলে। যার থেকে অন্তত এটুকু বোঝা যাচ্ছিল যে, মুল্লাপুরের পিচে ব্যাটিং সহজ নয়। ২৮ বলে ৩৯ রান করে ফিরলেন যশস্বীও। তারপরই ম্যাচে জাঁকিয়ে বসলেন পাঞ্জাব কিংসের বোলাররা। পরিস্থিতি এমনই দাঁড়াল যে, একটা সময় যে ম্যাচে রাজস্থানের জয় নিশ্চিত দেখাচ্ছিল, বরং আলোচনা শুরু হয়ে গিয়েছিল কত বল বাকি থাকতে ম্যাচ জিতে নেবে রাজস্থান, সেই ম্যাচেই শেষ ওভারে ১০ রান তুলতে হবে রাজস্থান রয়্যালসকে, এমনই রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হল।
এবারের আইপিএলে দুরন্ত ছন্দে আছেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগ। রাজস্থান ব্যাটিংকে টানছেন প্রত্যেক ম্যাচে, নিয়ম করে। শনিবার ক্রিজে সেট হয়ে গিয়েও ফিরলেন। স্যামসন ১৮ ও রিয়ান ২৩ রানে। শেষ পর্যন্ত ১০ বলে অপরাজিত ২৭ রান করে রাজস্থানকে ম্যাচ জেতালেন শিমরন হেটমায়ার। ১ বল বাকি থাকতে ৩ উইকেটে রুদ্ধশ্বাস ম্যাচ জিতল রাজস্থান।
পাঞ্জাব কিংসের জার্সিতে শেষ ওভারে ফের খলনায়ক অর্শদীপ সিংহ। শেষ ওভারে যাঁর বোলিং নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। এদিন যখন রাজস্থানের ইনিংসের শ্বাসরোধ করে রেখেছে পাঞ্জাব, তখনই জোড়া ছক্কা খেয়ে বসেন অর্শদীপ। বাঁহাতি পেসারের ব্যর্থতায় ফের ভুগতে হল পাঞ্জাবকে।
ICYMI!
— IndianPremierLeague (@IPL) April 13, 2024
A last over finish and Hetmyer's winning shot 💗
WATCH 🎥🔽 #TATAIPL | #PBKSvRRhttps://t.co/QHq2x2INHt
৬ ম্যাচের মধ্যে ৫টি জিতে ১০ পয়েন্ট সহ শীর্ষে থেকে গেল রাজস্থান রয়্যালস। দুই নম্বরে কলকাতা নাইট রাইডার্স পুরো ৪ পয়েন্টে পিছিয়ে। প্লে অফের দৌড়ে অনেক বেশি উজ্জ্বল দেখাচ্ছে রাজস্থানের সম্ভাবনা।
আরও পড়ুন: বন্ধুই যখন শত্রু! গুরু গম্ভীরের চালেই কি ইডেনে লখনউয়ের বিরুদ্ধে বাজিমাত কেকেআরের?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।