IPL 2024 Points: রাজস্থানের কাছ থেকে পয়েন্ট টেবিলের সিংহাসন কেড়ে নিল কেকেআর, প্লে অফের দৌড়ে কোন দল কোথায়?
IPL 2024: পয়েন্ট টেবিলে (IPL Points Table) চলছে সাপ লুডোর খেলা। কোন চার দল প্লে অফের টিকিট পাবে তা নিয়ে হিসেব নিকেশের অন্ত নেই।
কলকাতা: শেষ লগ্নে পৌঁছে গিয়েছে আইপিএল। পয়েন্ট টেবিলে (IPL Points Table) চলছে সাপ লুডোর খেলা। কোন চার দল প্লে অফের টিকিট পাবে তা নিয়ে হিসেব নিকেশের অন্ত নেই।
টুর্নামেন্টের শুরুতে রেকর্ড গড়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। এই প্রথম আইপিএলে প্রথম তিন ম্যাচ টানা জিতেছিল শাহরুখ খান-জুহি চাওলার দল। তবে পরে রাজস্থান রয়্যালসের কাছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারাতে হয়েছিল নাইটদের। ফের হারানো সিংহাসন পুনরুদ্ধার করল কেকেআর। রবিবার লখনউ সুপার জায়ান্টসকে ৯৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলেন নাইটরা। ১১ ম্যাচ খেলে শ্রেয়স আইয়ারদের পয়েন্ট হল ১৬। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট রাজস্থান রয়্যালসেরও। তবে নেট রান রেটে পিছিয়ে থাকায় দুইয়ে নেমে গেলেন সঞ্জু স্যামসনরা। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট তাঁদের। মোটামুটিভাবে এই দুই দলের প্লে অফ খেলা নিশ্চিত।
পরপর দুই ম্যাচে হেরে কিছুটা চাপে ছিল গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। তবে শেষ তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতে ঘুরে দাঁড়িয়েছে। ১১ ম্যাচে রুতুরাজ গায়কোয়াড়, মহেন্দ্র সিংহ ধোনিদের পয়েন্ট ১২। ৬টি ম্যাচ জিতেছে সিএসকে। পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
পয়েন্ট টেবিলের চারে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তারা ১০ ম্যাচের মধ্যে ৬টিতে জিতেছে। তাদের ঝুলিতে ১২ পয়েন্ট। প্লে অফে ওঠার দৌড়ে ভাল জায়গায় রয়েছেন হেনরিখ ক্লাসেনরা। বাকি চার ম্যাচের দুটি জিতলেই খুলে যেতে পারে প্লে অফের দরজা।
১২ পয়েন্টে রয়েছে লখনউ সুপার জায়ান্টসও। ১১ ম্যাচ খেলেছেন রাহুলরা। টেবিলে পাঁচ নম্বরে। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে দিল্লি ক্যাপিটালস। ১১টি করে ম্যাচ খেলে ৮ পয়েন্ট করে পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পাঞ্জাব কিংস ও গুজরাত টাইটান্স। তবে রান রেটে এগিয়ে থাকায় আরসিবি রয়েছে সাত নম্বরে। আট ও নয়ে রয়েছে যথাক্রমে পাঞ্জাব ও গুজরাত। ১১ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
প্লে অফের দৌড়ে শেষ পর্যন্ত দেখা যাবে কোন চার দলকে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।