Shikhar Dhawan Injury: চোট গুরুতর, প্রীতির চিন্তা বাড়িয়ে আইপিএল থেকেই কি ছিটকে গেলেন ধবন?
Shikhar Dhawan Ruled Out: গতকাল পাঞ্জাব কিংস তাঁদের ঘরের মাঠে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। যদিও স্যাম কারানের নেতৃত্বে ম্য়াচটি হেরে যায় পাঞ্জাব।
![Shikhar Dhawan Injury: চোট গুরুতর, প্রীতির চিন্তা বাড়িয়ে আইপিএল থেকেই কি ছিটকে গেলেন ধবন? IPL 2024: Punjab Kings Captain Shikhar Dhawan Ruled Out For 7-10 Days get to know Shikhar Dhawan Injury: চোট গুরুতর, প্রীতির চিন্তা বাড়িয়ে আইপিএল থেকেই কি ছিটকে গেলেন ধবন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/14/1325261bf543a32c2042874f09fe32a81713079726676206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মোহালি: চোটের জন্য গতকাল রাজস্থানের বিরুদ্ধে খেলতে নামেননি তিনি। তাঁর বদলে স্যাম কারান পাঞ্জাব কিংসের অধিনায়কত্বের ভার সামলেছিলেন। ম্য়াচ যদিও হেরেছে পাঞ্জাব। কিন্তু এবার প্রীতি জিন্টার চিন্তা আরও বাড়িয়ে দিলেন শিখর ধবন। সূত্রের খবর, আগামী ৭-১০ দিনের জন্য হয়ত মাঠে নামতে পারবেন না 'গব্বর'। কাঁধের চোট পেয়েছেন শিখর। দলের কোচিংয়ের সাপোর্ট স্টাফ সঞ্জয় বাঙ্গার গতকাল রাজস্থান ম্য়াচে পর ধবনের চোটের বিষয়ে কথা প্রসঙ্গে জানিয়েছেন যে আগামী বেশ কয়েকটি ম্য়াচেই মাঠের বাইরে বসতে হবে বাঁহাতি ওপেনারকে।
গতকাল স্যাম কারানের নেতৃত্বে খেলতে নেমেছিল পাঞ্জাব কিংস। টস করতে এসেই কারান জানিয়েছিলেন যে চোটের জন্য ধবনকে একাদশের বাইরে রাখা হয়েছে। তিনি জানিয়েছিলেন, ''ধবনের কাঁধে চোট রয়েছে। মনে করা হচ্ছে যে আগামী কিছুদিন মাঠের বাইরেই থাকবেন তিনি। ওঁর মত একজন অভিজ্ঞ ব্যাটার ও ওপেনার যে কোনও দলের সম্পদ। ধবনের না থাকাটা সত্যিই আমাদের জন্য খারাপ খবর।''
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)