IPL 2024: জয়ের সরণিতে ফিরতে মরিয়া পাঞ্জাবের সামনে আজ বাটলাররা, কখন, কোথায়, দেখবেন ম্য়াচ?
PBKS vs RR: পাঁচ ম্য়াচ খেলে চারটিতে জয় ছিনিয়ে নিতে পেরেছে। একটি ম্য়াচ হেরেছে তারা। অন্য়দিকে পাঞ্জাব সুপার কিংসও পাঁচট ম্য়াচ খেলে মাত্র ২ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে এখনও পর্যন্ত।
চণ্ডীগড়: আজ আইপিএলের আরও একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস (Punjab Kings) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। নিজেদের শেষ ম্য়াচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জেতা ম্য়াচ হেরে যেতে হয়েছিল রাজস্থান শিবিরকে। সঞ্জু স্যামসনরা এই মুহূর্তে পাঁচ ম্য়াচ খেলে চারটিতে জয় ছিনিয়ে নিতে পেরেছে। একটি ম্য়াচ হেরেছে তারা। অন্য়দিকে পাঞ্জাব সুপার কিংসও পাঁচট ম্য়াচ খেলে মাত্র ২ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে এখনও পর্যন্ত।
কাদের ম্যাচ?
আজ আইপিএলে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস
ম্য়াচটি চণ্ডীগড়ের মহারাজা যাদাবেন্দ্রা সিংহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে ৭টায় টস আয়োজিত হবে।
কোথায় দেখবেন?
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।
অনলাইন স্ট্রিমিং?
টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই সিরিজ়।
চলতি আইপিএলে পাওয়ার প্লে-তে সবচেয়ে বেশি উইকেট তুলে নিয়েছেন রাজস্থানের বোলাররা। ট্রেন্ট বোল্ট, নান্দ্রে বার্গাররা মোট ৯ উইকেট তুলেছে পাওয়ার প্লে-তে। তার মধ্যে কিউয়ি পেসার একাই পাঁচ উইকেট নিয়েছেন। পাঞ্জাবের বিরুদ্ধে যে মাঠে খেলা হবে, সেই মাঠের ২২ গজও পেস নির্ভর। তাই এই পিচেও যে আগুনে পেসে ধবনদের পরীক্ষা নেবেন বোল্টরা, তা বলাই বাহুল্য। গত বছরও আইপিএলে রাজস্থানের শুরুটা এমনই হয়েছিল। প্রথম পাঁচ ম্য়াচে ৪টি জয় ও একটি হার ছিল। কিন্তু পরের ৯ ম্য়াচের মধ্যে ৬টিতে হারতে হয় স্যামসনদের। গুজরাতের বিরুদ্ধে শেষ বলে হারের ক্ষত এখনও দগদগে, তাই এই ম্য়াচ থেকে যেনতেন ভাবে ২ পয়েন্ট তুলে নিতে চাইবে টিম।
অন্যদিকে পাঞ্জাব তাদের ঘরের মাঠে এই ম্য়াচ জেতার জন্য আরও মরিয়া থাকবে। আগের ম্য়াচেও শশাঙ্ক সিংহ ও আশুতোষ শর্মা মিলে কঠিন কাজ প্রায় করে ফেলেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে ম্য়াচ হেরে যায় ধবন ব্রিগেড। সানরাইজার্সের বিরুদ্ধে সেই ম্য়াচে মাত্র ২ রানের হেরে যায় পাঞ্জব। নতুন হোম গ্রাউন্ডে রাবাডা, অর্শদীপরাও পেস সহায়ক পিচে জ্বলে উঠতে চাইবেন। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের আট নম্বরে থাকা পাঞ্জাব চাইবে এই ম্য়াচ থেকেই জয়ের সরণিতে ফিরতে।