IPL 2024: স্যামসনদের অশ্বমেধের ঘোড়া থামাতে পারবেন বিরাটরা? আজকের ম্য়াচ কখন, কোথায় দেখবেন?
Tata IPL 2024: রাজস্থান তাদের শেষ ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল ২৭ বল বাকি থাকতেই। অন্য়দিকে বিরাট বাহিনী শেষ ম্য়াচে ২৮ রানে হেরে গিয়েছিল লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে।
জয়পুর: আইপিএলের সুপার স্য়াটারডে। আরও একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখার পালা। আজ ২২ গজে আমনে সামনে হতে চলেছে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। প্রথম দল এখনও পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত। অন্য়দিকে দ্বিতীয় দলটি ৪ ম্য়াচে খেলে একমাত্র পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে পেরেছে। রাজস্থান তাদের শেষ ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল ২৭ বল বাকি থাকতেই। অন্য়দিকে বিরাট বাহিনী শেষ ম্য়াচে ২৮ রানে হেরে গিয়েছিল লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে।
কাদের ম্যাচ?
কাল আইপিএলে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
ম্য়াচটি জয়পুর সোয়াই মানসিংহ স্টেডিয়ামে খেলা হবে
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে অর্থাৎ ৭ টা নাগাদ টস হবে
কোথায় দেখবেন?
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।
অনলাইন স্ট্রিমিং?
টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই সিরিজ়।
এই মুহূর্তে রাজস্থান রয়্যালস তিনটি ম্য়াচ খেলেছে। তারা তিনটিতেই জয় ছিনিয়ে নিয়েছে। লখনউ সুপারজায়ান্টস, দিল্লি ক্যাপিটালস ও শেষ ম্য়াচে মুম্বইকে হারিয়ে দিয়েছে তারা। ঝুলিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের দল। অন্য়দিকে চারটি ম্য়াচ খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টুর্নামেন্টের প্রথম ম্য়াচেই সিএসকের বিরুদ্ধে হার দিয়ে অভিযান শুরু করেছিল ফাফ ডু প্লেসির নেতৃত্বাধীন দলটি। এরপর পাঞ্জাব কিংসকে হারিয়ে দেয় তারা। কিন্তু এরপর ফেল দুটো ম্য়াচে পরপর কেকেআর ও লখনউয়ের বিরুদ্ধে হার স্বীকার করতে হয় বেঙ্গালুরুকে। এই ম্য়াচ তাই জিততে মরিয়া থাকবেন বিরাটরা।
টুর্নামেন্টে রাজস্থান শিবির বেশ ফুরফুরে মেজাজে রয়েছে। দলের বোলিং ও ব্যাটিং লাইন আপে প্রত্যেকেই কম বেশি ফর্মে রয়েছেন। নতুন বলে প্রতি ম্য়াচেই ভয়ঙ্কর হয়ে উঠছেন ট্রেন্ট বোল্ট। সঙ্গে রয়েছেন নান্দ্রে বার্গার। এছাড়া স্পিন বিভাগে চাহালের ঘূর্ণি ও অশ্বিনের অভিজ্ঞতার সামনে ব্যাটাররা রানই করতে পারছেনম না। গত মরশুম পর্যন্ত রাজস্থানে মিডল অর্ডারে ভরসার নাম ছিল শুধু হেটমায়ার। এবার রিয়ান পরাগ রয়েছেন। তিনি দুরন্ত ফর্মে রয়েছেন।
আরসিবি অন্য়দিকে বিরাট নির্ভরতা কাটিয়ে উঠতেই পারছে না। ফাফের ধারাবাহিকতা নেই। ম্য়াক্সওয়েল ফ্র্যাঞ্চাইজির হয়ে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি। কিন্তু মিডল অর্ডারে নেমে ঝড় তুলতে ব্যর্থ। বোলিং লাইন আপে সিরাজ ছাড়া কেউই তেমন অভিজ্ঞ নয়। যা সমস্যায় ফেলেছে বারবার। আজ কি তবে পাশা উল্টে যাবে? কী মনে হয় আপনার?