RCB vs PBKS Preview: ফের বাঁহাতি পেসারের কাঁটা, অর্শদীপ-রাবাডা জুটির চ্যালেঞ্জ সামলানোর পরীক্ষা আজ কোহলিদের
IPL 2024: সোমবার আইপিএলে মুখোমুখি সেই দুই দল। আরসিবি ও পাঞ্জাব কিংস। ম্যাচ আরসিবির ঘরের মাঠে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে।
বেঙ্গালুরু: নতুন দল। নতুন মরশুম। তবে প্রথম ম্যাচেই এক দল মুখ থুবড়ে পড়েছে। চেন্নাই সুপার কিংসের (CSK) কাছে হেরে অভিযান শুরু হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB)। অন্য দল প্রথম ম্যাচে হারিয়েছে শক্তিশালী প্রতিপক্ষকে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে পাঞ্জাব কিংস (PBKS)। সোমবার আইপিএলে মুখোমুখি সেই দুই দল। আরসিবি ও পাঞ্জাব কিংস। ম্যাচ আরসিবির ঘরের মাঠে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে।
প্রথম ম্যাচে চিপকে সিএসকে-র কাছে হেরে যাওয়ার পর আরসিবি টানা তিন ম্যাচ খেলবে ঘরের মাঠে। তবে ঘরের মাঠকে কোনওদিনই দুর্গ বানাতে পারেনি আরসিবি। তাই সোমবারও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিদের পরীক্ষাটা সহজ হবে না।
চিন্নাস্বামী স্টেডিয়াম পরিচিত পাটা উইকেটের জন্য। এই মাঠে টি-টোয়েন্টি ক্রিকেটে বড় রান ওঠাই দস্তুর। পাঞ্জাব কিংসের বিগহিটাররা যে বাইশ গজ দেখে উৎসাহিত হবেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে মুস্তাফিজুরের অফকাটারে বিধ্বস্ত হয়ে গিয়েছিল আরসিবি-র ব্যাটিং। পাঞ্জাব কিংসেরও কিন্তু অর্শদীপ সিংহের মতো বাঁহাতি পেসার আছেন। তাঁর হাতেও রয়েছে অফকাটার। সঙ্গে সদ্য আয়ত্ত করেছেন লেগকাটার। যা বাঁহাতি পেসারকে আরও ধারাল করে তুলেছে। চিন্নাস্বামী স্টেডিয়ামে বোলারদের জন্য সেরকম সাহায্য থাকবে না ধরে নিলেও, অর্শদীপ ম্যাচ ঘুরিয়ে দেওয়াত দক্ষতার মালিক।
সিএসকে-র কাছে হারলেও, আরসিবি শিবিরকে আশার আলো দেখিয়েছে অনুজ রাওয়াতের পারফরম্যান্স। ৭৮/৫ হয়ে যাওয়ার পর রাওয়াত ২৫ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ব্যাট হাতে তিনি নিয়মিত রান পাওয়া মানে ডেথ ওভারে ঝড়ের গতিতে রান করার সমস্যা মিটে যাবে আরসিবি-র। গত মরশুমে ডেথ ওভারে রান করার নিরিখে দ্বিতীয় মন্থরতম দল ছিল আরসিবি।
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে একটি বদল করার সম্ভাবনা রয়েছে আরসিবি-র। আলজারি জোসেফের পরিবর্তে খেলতে পারেন রিস টপলি। অন্যদিকে আগের ম্যাচের একাদশই ধরে রাখতে পারে পাঞ্জাব কিংস। প্রীতি জিন্তার দলের পেসার কাগিসো রাবাডার ঈর্ষণীয় রেকর্ড আরসিবির বিরুদ্ধে। ফাফ ডুপ্লেসিকে ১৩ বল করে মাত্র ১৬ রান খরচ করে দুবার আউট করেছেন। বিরাট কোহলিকে ২৪ বলে মাত্র ২৭ রান দিয়ে তিনবার আউট করেছেন। গ্লেন ম্যাক্সওয়েলকে ২০ বল করে ২৩ রান খরচ করে দুবার আউট করেছেন। দীনেশ কার্তিককে ১৯ বল করে মাত্র ১৪ রান দিয়ে তিনবার আউট করেছেন রাবাডা। সোমবারও তাঁর জ্বলে ওঠার সম্ভাবনা রয়েছে।
অন্য় দিকে, মহম্মদ সিরাজ, কর্ণ শর্মা ও ম্যাক্সওয়েলের বিরুদ্ধে দুশোর ওপর স্ট্রাইক রেট জনি বেয়ারস্টোর। আগের ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়েছিলেন। এই ম্যাচে কি সেই আক্ষেপ পুষিয়ে নেবেন বেয়ারস্টো? তবে অর্শদীপ ও হর্ষল পটেলের বিরুদ্ধে কোহলির ব্যাটিং রেকর্ড ঈর্ষণীয়। সোমবার কি কথা বলবে কোহলির ব্যাট?
আরও পড়ুন: কেকেআর শিবিরে রং বরষে... দোলের দিনও প্র্যাক্টিস নাইটদের, সকালে চলল দোল খেলা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে