RCB vs RR IPL 2024: কোথায় ভুল হল, আইপিএল থেকে ছিটকে গিয়ে খুঁজে বার করলেন আরসিবি অধিনায়ক
IPL 2024: সতেরো বছরেও অভিশাপ কাটল না। ফের একবার আইপিএল (IPL) থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (RCB vs RR)।
আমদাবাদ: সতেরো বছরেও অভিশাপ কাটল না। ফের একবার আইপিএল (IPL) থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (RCB vs RR)। অরেঞ্জ ক্যাপ হয়তো বিরাট কোহলিই (Virat Kohli) পাবেন। কিন্তু ট্রফির দেখা নেই। বুধবার রাজস্থান রয়্যালসের কাছে ৪ উইকেটে হেরে স্বপ্নভঙ্গ হল আরসিবির।
ম্যাচের পর আরসিবির অধিনায়ক ফাফ ডুপ্লেসি খুঁজে বার করলেন, কোথায় ভুল হয়েছে তাঁদের। বললেন, 'পরে যখন শিশির পড়তে শুরু করল, আমাদের মনে হল ব্যাট হাতে কম রান তুলেছি। আমরা ভাল স্কোরের চেয়ে ২০ রান কম করেছিলাম।'
The #TATAIPL Official Partners were given Privé Access ahead of the #Eliminator at the Narendra Modi Stadium, Ahmedabad! 🏟️ 🤩#RRvRCB | #TheFinalCall | #Eliminator pic.twitter.com/BSQ2NEzByf
— IndianPremierLeague (@IPL) May 22, 2024
তবে যেভাবে স্বল্প রানের পুঁজি নিয়েও লড়েছে গোটা দল, তার প্রশংসা করেছেন ডুপ্লেসি। বলেছেন, 'ছেলেদের কৃতিত্ব দিতেই হবে। যা লড়াই করেছে। এর থেকে আর কীই বা বেশি চাওয়ার থাকতে পারে। এমনিতে পরিবেশ পরিস্থিতি দেখলে যে কেউই বলবে এটা ১৮০ রানের পিচ। কারণ পিচ বেশ মন্থর। তার ওপর বল শুরুর দিকে স্যুইং করছিল। তবে এবার ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের জন্য দেখছি কোনও স্কোরই যথেষ্ট নয়। তার ওপর শিশির তো রয়েছেই। গোটা দলকে নিয়ে অবশ্য আমি গর্বিত। এক থেকে নয়ে নেমে এসেছিলাম আমরা। তারপর টানা ৬ ম্যাচ জিতে প্লে অফে জায়গা করে নেওয়া চাট্টিখানি নয়। তবে ব্যাট হাতে ওই বাড়তি ২০ রান আর করতে পারলাম না।'
১ ওভার বাকি থাকতে ৪ উইকেটে আরসিবিকে হারিয়ে দিল রাজস্থান। পৌঁছে গেল কোয়ালিফায়ার টু-তে। বিরাট কোহলিদের ১৭ বছরের অভিশাপ ঘুচল না। ফের ট্রফিহীন একটা মরশুম কাটাতে হচ্ছে ডুপ্লেসিদের। টানা ৬ ম্যাচ জিতে যারা প্লে অফে উঠেছিল।
আরও পড়ুন: শুরু হয়ে গেল সুনীল ছেত্রীর শেষ ম্যাচের টিকিট বিক্রি, কোথা থেকে-কীভাবে কাটবেন?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।