IPL 2024: শ্রীসন্থের একটা মিথ্যে কথা! কীভাবে জীবনই বদলে গেল স্যামসনের?
Sanju Samson: অনেক পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে স্যামসনের। সেখানে দেখা যাচ্ছে কেরালার উইকেট কিপার ব্যাটার তাঁর আইপিএল কেরিয়ারে কীভাবে মোড় বদলে দিয়েছিল একটি মিথ্যে কথা।
জয়পুর: রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএল খেলার পর থেকেই ফর্ম ফিরে পেয়েছিলেন। গত কয়েক বছর ধরে রাজস্থান শিবিরের নেতৃত্বভারও সামলাচ্ছেন তিনি। কিন্তু একটা মিথ্যে কথাই বদলে দিয়েছে সঞ্জু স্যামসনের জীবন। চলতি আইপিএলে রাজস্থান শিবিরের প্লে অফের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। সঞ্জু নিজেও ফর্মে রয়েছেন। এমনকী আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলেও সুযোগ পেয়েছেন তিনি।
অনেক পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে স্যামসনের। সেখানে দেখা যাচ্ছে কেরালার উইকেট কিপার ব্যাটার তাঁর আইপিএল কেরিয়ারে কীভাবে মোড় বদলে দিয়েছিল একটি মিথ্যে কথা। তখন ২০০৯ সাল। তখন কেকেআরে ছিলেন স্যামসন। কিন্তু ম্য়াচ খেলার সুযোগ পাচ্ছিলেন না। সেই সময় রাজস্থান শিবিরে খেলছিলেন শ্রীসন্থ। সেই দলের অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়। শ্রীসন্থ নাকি দ্রাবিড়কে জানিয়েছিলেন যে কেরালার একটি ছেলে রয়েছে যে একটি ঘরোয়া খেলার ছয়টি ছক্কা হাঁকিয়েছেন সঞ্জু। তাঁকে যেন দলের সঙ্গে রাখা হয়। এরপরই রাজস্থান রয়্যালসের ট্রায়ালে ডাকা হয় স্যমসনকে। স্যামসন এই সাক্ষাৎকারে পরে জানান যে শ্রীসন্থ দ্রাবিড়কে মিথ্যে কথা বলেছিলেন। যদিও স্যামসনের কেরিয়ার বদলে গিয়েছিল তাতে। ২০১৩ সালে আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে অভিষেক হয় স্যামসনের। এরপর ২০১৫ পর্যন্ত তিনি এই ফ্র্যাঞ্জাইজির হয়েই খেলেন। এরপর ২০১৬-২০১৭ দিল্লি ডেয়ারডেভিলসের জার্সিতে খেলেন। ফের ২০১৮ মরশুমে রাজস্থানে ফিরে আসেন। রাহানের সরে যাওয়ার পর এই দলের অধিনায়কও এখন তিনি।
Was in KKR but couldn't get games, Sreeshanth was in RR & when we had a game with RR where Dravid was their skipper, Sreeshanth stopped Dravid in the hotel & told him, this kid is from kerala, he has hit 6 sixes in an over in a local tourney, we should give him a trial & sanju is… pic.twitter.com/PaxWLb1C90
— arfan (@Im__Arfan) May 5, 2024
চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছে রাজস্থান রয়্যালস। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। এখনও পর্যন্ত ১০ ম্য়াচ খেলে ১৬ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে রাজস্থান শিবির। প্লে অফের দৌড়ে প্রথম দুইয়ে থাকাই লক্ষ্য স্যামসনদের। ২০০৮ সালের পর আইপিএল জিততে পারেনি রাজস্থান শিবির। এবার স্যামসনের নেতৃত্বে দ্বিতীয়বার আইপিএল খেতাব জিততে মরিয়া রাজস্থান শিবির।