IPL 2024: রাজস্থান ম্য়াচের আগে কামাখ্যা মন্দিরে পুজো নাইটদের, বিহু নাচে পা দোলালেন শ্রেয়স, রিঙ্কুরা
KKR vs RR: শনিবার সকালে কামাখ্যা মন্দিরে পুজো দিয়েছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত ও ক্রিকেটাররা। সোশ্য়াল মিডিয়ায় কেকেআর যে ছবি পোস্ট করেছে।
গুয়াহাটি: দুরন্ত ফর্মে দল। লিগ পর্যায়ে শেষ ম্য়াচে রাজস্থান রয়্যালসের (Kolkata Knight Riders vs Rajasthan Royals) বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Kniht Riders)। রাজস্থানের হোম গ্রাউন্ড বর্ষাপাড়া স্টেডিয়ামে আগামীকাল লিগ পর্যায়ের শেষ ম্য়াচে এই দুই দল আমনে সামনে হবে। তার আগে এদিন আসামের কামাখ্যা মন্দিরে পুজো দিল গোটা কেকেআর (Kolkata Knight Riders) শিবির। উপস্থিত ছিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, অধিনায়ক শ্রেয়স আইয়ার ও অন্যান্য ক্রিকেটাররা। শুধু পুজো দেওয়াই নয়, আসামের সংস্কৃতি মানেই বিহু নৃত্য। আর বিহুর তালে এবার পা মেলালেন শ্রেয়স, রিঙ্কুরা। কেকেআরের সোশ্য়াল মিডিয়ায় সেই ছবি ও ভিডিও ক্লিপ পোস্ট করা হয়েছে। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
শনিবার সকালে কামাখ্যা মন্দিরে পুজো দিয়েছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত ও ক্রিকেটাররা। সোশ্য়াল মিডিয়ায় কেকেআর যে ছবি পোস্ট করেছে, সেখানে দেখা যাচ্ছে পণ্ডিত ও বরুণ চক্রবর্তী পুজো দেওয়ার পর। এছাড়া রিঙ্কু সিংহকেও পুজো দেওয়ার পর দেখা গেল। এর আগে শুক্রবার টিম হোটেলে ঢোকার মুখে কেকেআর শিবিরকে অসমীয় রীতিতে বরণ করে নেওয়া হয়। কাজিরাঙার এক শৃঙ্গী গণ্ডার, শিঙা এবং অসমীয়া গামছা নিয়ে বরণ করা হয় নাইটদের। উত্তরীয় পরিয়ে দেওয়া হয় শ্রেয়সদের। সেখানেই দেখা যায় শ্রেয়স ও রিঙ্কুরা বিহু নাচ করতে।
View this post on Instagram
এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে কেকেআর। তারা এই মুহূর্তে ১৩ ম্য়াচে ১৯ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে। আগের ম্য়াচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধএ ম্য়াচে বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। তাই সেই ম্য়াচে ১ পয়েন্ট ঝুলিতে পুরতে পেরেছিল নাইটরা। রাজস্থান রয়্যালসও প্লে অফে পৌঁছে গিয়েছে। কিন্তু তারা চেষ্টা করবে প্রথম দুইয়ে নিজেদের জায়গা ধরে রাখতে। তার কারণ আগামীকাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্য়াচ রয়েছে পাঞ্জাব কিংসের। সেই ম্য়াচেও জিতে সানরাইজার্সও তাঁদের পয়েন্ট আরও একটু বাড়িয়ে নিতে চাইবে। সেক্ষেত্রে আগামীকালের ম্য়াচও কিন্তু গুরুত্বপূর্ণ কেকেআর ও রাজস্থানের কাছে।
আরও পড়ুন: ৯৮ মিটার লম্বা ছক্কা, চিন্নাস্বামী স্টেডিয়ামের ছাদে বল পাঠালেন বিরাট