IPL 2024: আজ দিল্লির বিরুদ্ধে নামলেই আইপিএলে এই মাইলফলক স্পর্শ করবেন গিল
Subhman Gill Record: আইপিএলে কেরিয়ার কেকেআরের জার্সিতে শুরু হলেও গত তিন বছর ধরে গুজরাত শিবিরের সদস্য তিনি। হার্দিক পাণ্ড্য সরে দাঁড়ানোর পর গিলই দলের অধিনায়ক।
নয়াদিল্লি: আইপিএলে নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে শুভমন গিল (Subhman Gill)। গুজরাত টাইটান্সের (GUjrat Titans) অধিনায়ক হিসেবে চলতি মরশুমে খেলছেন এই তরুণ ব্যাটার। আইপিএলে (IPL 2024) কেরিয়ার কেকেআরের (Kolkata Knight Riders) জার্সিতে শুরু হলেও গত তিন বছর ধরে গুজরাত (Gujrat Titans) শিবিরের সদস্য তিনি। হার্দিক পাণ্ড্য সরে দাঁড়ানোর পর এবার গিলই অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন গুজরাতকে। এরই মধ্য়ে এবার টুর্নামেন্টে নিজের একশো তম ম্য়াচ খেলার সামনে দাঁড়িয়ে গিল।
এখনও পর্যন্ত আইপিএলে ৯৯ ম্য়াচ খেলতে নেমে মোট ৩০৮৮ রান করেছেন গিল। তিনটি সেঞ্চুরি ও ২০টি অর্ধশতরান ঝুলিতে পুরেছেন ডানহাতি ব্যাটার। ব্যক্তিগত সর্বোচ্চ ১২৯। আইপিএলের ইতিহাসে ২৫ তম সর্বাধিক রান সংগ্রাহক গিল। ২০১৮-২০২১ পর্যন্ত আইপিএলে কেকেআরের জার্সিতে খেলেছেন গিল। প্রথম মরশুমেই ১৩ ম্য়াচ খেলতে নেমে মোট ২০৩ রান করেছেন। ১৪৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন গিল। সেবার ব্যক্তিগত সর্বোচ্চ ছিল গিলের অপরাজিত ৫৭। ওই একটিই অর্ধশতরান হাঁকিয়েছেন তরুণ ব্যাটার। উল্লেখ্য, সেই বছরই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিলেন পৃথ্বী শ-র নেতৃত্বাধীন ভারতীয় দল। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গিল।
View this post on Instagram
কেকেআরের জার্সিতে নক আউট পর্বে একটি ম্য়াচে ১৮ বলে ঝোড়ো ২৯ রানের ইনিংস খেলেছিলেন আরসিবির বিরুদ্ধে। সেই ম্য়াচে ১৩৯ রান তাড়া করতে নেমে জিতেছিল কলকাতা। এরপর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কোয়ালিফায়ার টু-তে ৪৬ রানের ইনিংস খেলেছিলেন। অন্যদিকে ৫১ রান করেছিলেন ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।
২০২২ সালে গিলকে ছেড়ে দেয় কেকেআর। নিলাম থেকে তাঁকে দলে নেয় গুজরাত টাইটান্স। কেকেআরের জার্সিতে মোট ৫৮ ম্য়াচ খেলেছিলেন এই ডানহাতি। ১৪১৭ রান করেছিলেন গিল। নাইট জার্সিতে ১০টি অর্ধশতরান হাঁকিয়েছিলেন গিল। তার মধ্যে ব্য়ক্তিগত সর্বোচ্চ ছিল ৭৬। গিল যেই মরশুমে গুজরাত শিবিরে যোগ দেন সেই মরশুমেই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন তিনি। মোট ১৬ ম্য়াচ খেলে ৪৮৩ রান করেছিলেন। ছিল চারটি অর্ধশতরানও। গত মরশুমে অরেঞ্জ ক্যাপ ঝুলিতে পুরে নেন গিল। মোট ৮৯০ রান করেন। তার মধ্যে ছিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬০ বলে ১২৯ রানের ইনিংস।